প্রবাস

রেকর্ড সংক্রমণের দিনে সর্বোচ্চ ৫৯ জনের মৃত্যু দেখলো মালয়েশিয়া

মালয়েশিয়ায় টানা লকডাউনের মধ্যেও প্রতিদিনই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বৃহস্পতিবার (২০ মে) দেশটিতে ৬ হাজার ৮০৬ জন সংক্রমিত হয়েছেন, যা এ পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। এদিকে, আগের সব রেকর্ড ভেঙে এদিন সর্বোচ্চ ৫৯ জন করোনায় মারা গেছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

বুধবার (১৯ মে) মালয়েশিয়ায় ৬ হাজার ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়, যা গতকাল পর্যন্ত ছিল সর্বোচ্চ। এর আগে এক দিনে সর্বোচ্চ ৪৭ জনের প্রাণহানি ঘটেছিল।

নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও কঠোর লকডাউনের কথা ভাবছে সরকার। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদে এ নিয়ে প্রস্তাবও আনা হয়েছে। শুক্রবার (২১ মে) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ধারণা করা হচ্ছে, পুরো দেশে না হলেও অধিক সংক্রমিত রাজ্যগুলোতে কঠোর লকডাউন দিতে পারে সরকার। সে ধরনের সিদ্ধান্ত হলে কঠোর লকডাউনের আওতায় আসতে পারে সেলাঙ্গড়, কুয়ালালামপুর, জোহরসহ বেশ কয়েকটি রাজ্য।

কঠোর লকডাউন দিলে আবারও সংকটে পড়তে পারেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। কাজ হারাতে পারেন অনেকে।