প্রবাস

‘শীতে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা কমবে’

আসছে শীতে মৌসুমে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে আশা করছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। 

স্থানীয় সময় গত শনিবার মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

মার্কিন প্রেসিডেন্টের প্রধান মেডিক্যাল উপদেষ্টা ছিলেন ফাউচি। তিনি বাইরে ও যে কোনও সমাবেশে টিকা নেওয়া থাকুক বা না থাকুক মানুষকে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

ফাউচি বলেন, আমি দৃঢ়ভাবে ধারণা করছি যে, হাসপাতালে ভর্তির মতোই করোনায় মৃত্যুর সংখ্যা কমে আসবে। তবে কত দ্রুত এই সংখ্যা কমে আসবে তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। আর এই পরিস্থিতি প্রভাবিত হবে ঠাণ্ডা আবহাওয়া, বাইরে মানুষের কর্মকাণ্ড ও সিডিসির বিধিমালা মানা হচ্ছে কিনা তার ওপর।

ফাউচি আরও বলেন, সৌভাগ্যবশত এখন গত কয়েক সপ্তাহ ধরে আমরা আক্রান্ত ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যার নিম্নগামিতা দেখছি। মৃত্যু এখনও কম নয়, কিন্তু তা সংখ্যায় কমে আসছে। এটি সংক্রমণ কমে আসার একটি সূচক। 

সেপ্টেম্বরে এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ সতর্ক করে বলেছিলেন, ডেল্টা ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রের জন্য এখনও উদ্বেগজনক।

বিশ্বে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ কোটি ৪৩ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৭ লাখ ১২ হাজারের বেশি মানুষের।