প্রবাস

আবুধাবির মুছাফফাতে ফুলকলি গ্রুপের ৪ প্রতিষ্ঠানের যাত্রা শুরু

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শিল্প নগরী মোছাফ্ফার ৪০ নম্বরে একসাথে চারটি বাংলাদেশি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাদ জুমা প্রতিষ্ঠানগুলোর উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর আমিরাতের প্রশাসনিক কর্মকর্তা সুলতান ফাহাদ।

উদ্বোধনী অনুষ্ঠানে সুলতান ফাহাদ বলেন, আমিরাতে সবাই তথা সকল দেশের মানুষ সমান। মানুষ মানুষের জন্য, এখানে কোনও ভেদাভেদ নেই। এ ছাড়াও তিনি বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন ফুলকলি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মাদ আইয়ুব আলী, মুহাম্মদ শাহেদ আলী ও রুস্তম আলী।

করোনা পরবর্তী সময়ে ব্যবসায়ীদের এ সাহসী যাত্রা সাধারণ প্রবাসীদের অনুপ্রাণিত ও গর্বিত করেছে বলে মন্তব্য করেন অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।

ফুলকলি গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ফ্লোরি ফুলকলি রেস্টুরেন্ট, ফুলকলি বাকালা, ফুলকলি জেন্টস সেলুন ও ফুলকলি মোবাইল অ্যান্ড গিফটস।