প্রবাস

কুয়েতে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদ্‌যাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০তম বছর উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ দূতাবাস কুয়েত এক আলোচনা সভা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

বৃহস্পতিবার (২৫ মে) কুয়েতের মিসিলাস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। 

দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল হাসান উজ জামান, মিনিস্টার শ্রম মো. আবুল হোসেন, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা মো. ইকবাল আখতারসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মূল অনুষ্ঠান শুরুর প্রক্কালে বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন স্থানীয় প্রবাসী কণ্ঠশিল্পীরা।