জাতীয় শোক দিবস পালন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুয়েত শাখা।
কুয়েতের প্যালেস হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল। যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম ও সদস্য মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কুয়েত শাখার সভাপতি সেকেন্দার আলী।
বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই মামুন, মুরাদুল হক চৌধুরী, মোরশেদ আলম ভূঁইয়া, শামসুল হক, সুরুক মিয়া, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, কামরুজ্জামান টিটু, বেলাল হোসেন, ফাহাহিল মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন বিক্রমপুরী, ফাহাহিল যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিক টিটু, জিলিব আল শুয়েখ শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবুল ভূইয়া, ফরওয়ানিয়া যুবলীগের সাবেক আহবায়ক মো. ফারুক জাহার, সংরক্ষিত সদস্য মানিক কুমার কুন্ড ও নাজমুল আহসান জাহিদ।
বক্তব্য রাখেন মোহাম্মদ বেলাল উদ্দিন, মোহাম্মদ নুর উদ্দিন, জিলিব শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ মিয়াজী, সংরক্ষিত সদস্য ফারুক আনন্দ, কামাল পাশা, শেখ নাসের, তাজুল ইসলাম, যুবনেতা মীন হোসেন, মোহাম্মদ শহীদসহ অনেকে।
আলোচনা সভায় নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান কুয়েত যুবলীগের আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল।
তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সামনের আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতেই হবে। এজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।