প্রবাস

বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে দুবাইয়ে শোক ও দোয়া মাহফিল

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই ও উত্তর আমিরাতের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২২ জুলাই) সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে কনস্যুলেটে  জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নিহতদের স্মরণে বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠান করা হয়। এ সময় দুর্ঘটনায় শিক্ষার্থীসহ সকল নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। 

এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়। দোয়া অনুষ্ঠানে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

সোমবার (২১ জুলাই) ঢাকা উত্তরায় মাইনস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণরত ফাইটার বিমান দূর্ঘটনায় বুধবার (২৩ জুলাই) বিকেল পর্যন্ত ৩২ জন নিহতের খবর পাওয়া গেছে।