কৃষি

দ্বীপ দেশে কাটুক ঈদের ছুটি

ফেরদৌস জামানছুটি কাটানোর জন্য যারা একটু নিরিবিলি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে চান তারা মালদ্বীপ ঘুরে আসতে পারেন। ভারত মহাসাগরে অবস্থিত ছোট ছোট দ্বীপের সমন্বয়ে এই দেশ। বহির্বিশ্বে দেশটি ‘মালদ্বীপ আইল্যান্ড’ বলে পরিচিত। কর্মময় জীবনের ব্যস্ততা সরিয়ে রেখে কয়েক দিনের ছুটি কাটাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসেন। মালদ্বীপ পৃথিবীর অন্যতম প্রবাল দ্বীপ দেশ। এখানকার সমুদ্রে ডুব দিয়ে উপভোগ করা যায় জলের নিচে প্রশান্তময় এক রঙিন দুনিয়া। জলের গভীরে পর্যটকদের সাদরে বরণ করে নিতে যেন প্রতীক্ষায় রয়েছে হাজারও প্রজাতির রং-বেরঙের  মাছ, প্রাণী, উদ্ভিদ এবং প্রবাল। ফলে এই ঈদের ছুটিতে দেশের বাইরে ঘুরতে যেতে চাইলে মালদ্বীপ হতে পারে আপনার প্রথম পছন্দ। পাঠক চলুন, মালদ্বীপে গিয়ে আপনি কী দেখবেন একটু জেনে নেই।