কৃষি

টার্কি মুরগির কৃত্রিম প্রজনন উদ্ভাবন করলেন শেকৃবি শিক্ষার্থী

শেকৃবি প্রতিনিধি : দেশে প্রথমবারের মতো টার্কি মুরগির কৃত্রিম প্রজনন উদ্ভাবন করলেন শেরেবাংলা কৃষি বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থী শেখ মোহম্মদ শাহীন। তিনি বিশ্ববিদ্যালয়ের এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ছাত্র। টার্কি মুরগির কৃত্রিম প্রজনন উদ্ভাবন সর্ম্পকে শাহীন জানান, টার্কি মুরগি উৎপাদনের জন্য তিনি বাজার থেকে আটটি ডিম ২ হাজার টাকা দিয়ে ক্রয় করেন। আটটি ডিম থেকে পাঁচটি বাচ্চা দিয়েছে, বাকি তিনটি ডিম নষ্ট হয়ে গেছে। কেন এই তিনটি ডিম নষ্ট হয়ে গেল তার কারণ বের করার জন্য শাহীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণায় দীর্ঘ কয়েক মাস ধরে গবেষণা চালান। অবশেষে এই শীতের মৌসুমে তিনি টার্কি মুরগির কৃত্রিম প্রজনন উদ্ভাবন করতে সক্ষম হন। তিনি বলেন, ‘কৃত্রিম প্রজননের মাধ্যমে একটি পুরুষ টার্কির সিমেন আট থেকে ১০টি স্ত্রী টার্কিকে দেওয়া হয়। এর ফলে অল্প সময়ের মধ্যে  টার্কি খুব দ্রুত বৃদ্ধি পাবে এবং উৎপাদন খরচও কম হবে।’ রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৮/আকাশ/সাইফুল