ফেরদৌস জামান : খাড়া পাহাড়ের বুক চিড়ে বয়ে চলেছে সাঙ্গু নদী। আর সাঙ্গুর বুক চিড়ে অভিযাত্রীর দল নিয়ে উজানে চলছে সরু, ছোট্ট নৌকাটি। রুমা বাজার পৌঁছেই চোখে পড়ল নানা প্রকার পাহাড়ী ফল যেমন- কমলালেবু, গোমাইত্যা, লটকন, আম, আনারস ইত্যাদি। গাইডের সহায়তায় সেনাক্যাম্পের আনুষ্ঠানিকতা সেরে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। পাহাড়ী পথে একমাত্র বাহন ‘চান্দের গাড়ি’। এই গাড়ির জান সাংঘাতিক শক্ত! এই গাড়িতে চেপে চলে এলাম উঁচু এক পাহাড়ের গোড়ায়। সেখান থেকে শুরু হলো আমাদের উপরের দিকে হাঁটা। খাড়া পথ ধরে হাঁটা ভীষণ কষ্টকর! পাহাড়ের উপর অবস্থিত পার্বত্য জেলা বান্দরবানের একমাত্র প্রাকৃতিক লেকের নাম ‘বগালেক’। আমরা সেখানেই যাচ্ছি। ঘণ্টাখানেক ট্রেকিং করে পাহাড়ে উঠতেই চোখের সামনে ভেসে উঠল টলটলে স্বচ্ছ পানির সরোবর। আহ! এই বগালেকের নাম কত যে শুনেছি। এখন আমি সেই লেকের পাড়েই দাঁড়িয়ে আছি।
পরের দিন প্রায় সমস্ত পথ পাহাড়ের শরীর বেয়ে এগিয়েছি। সরু পথ, নিচের দিকে তাকালে কালচে সবুজ আর মিহি সাদা মেঘের চাদর ছাড়া কিছু চোখে পড়ে না। মাথার ওপর দৈত্যাকৃতির একেকটা গাছ। এগুলো সব পাহাড়ী গাছ। লতাগুলো ভয়ানক আকৃতি নিয়ে ঝুলে রয়েছে। পথে হঠাৎ গয়াল (পাহাড়ী গরু) দেখে ভয় পেয়ে গেলাম। দেখতে ভয়ানক না হলেও আকৃতিতে এরা বিশাল। ভয়ের কারণটা এখানেই। কিন্তু আকৃতিতে ভয় জাগানিয়া হলেও এরা স্বভাবে ঠিক তার উল্টো। মজার ব্যাপার হলো, গয়াল পালনে স্থানীয়দের তেমন বেগ পেতে হয় না। গভীর অরণ্য থেকে এক-দেড় মাস বয়সের বাচ্চা ধরে এনে মাস দুয়েক বেঁধে রাখলেই পোষ মেনে যায়। জঙ্গলে খায়, সারা রাত জঙ্গলেই থাকে, সকাল হলে লোকালয়ে চলে আসে কেবল লবণ খাওয়ার জন্য। হাতের তালুতে লবণ নিয়ে বাড়িয়ে ধরলে চেটে চেটে খায়। সন্ধ্যা নেমে এলে পুনরায় জঙ্গলে ফিরে যায়।
ভোরবেলা রওনা দিলাম দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিনডংয়ের উদ্দেশ্যে। চোখের সামনে শৃঙ্গটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠতে লাগল। আমরা অনেক কষ্টে তাজিনডং- এ আরোহণ করলাম। এমন বিশেষ অর্জনের পর সাধারণত কিছু উপসর্গ দেখা দেয়। যেমন- উত্তেজনায় হৃৎস্পন্দন বেড়ে যাওয়া, আনন্দে উচ্চহাসি পাওয়া, বিস্ময়ে বাক রুদ্ধ হয়ে যাওয়া ইত্যাদি। আমাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হলো না। ‘তাজিনডং’ এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ শৃঙ্গ। এটি কেওক্রাডাং পর্বত রেঞ্জের একটি শৃঙ্গ। ১৯৯৬ কি ৯৭ সালে তৎকালীণ সরকার এই শৃঙ্গের নামকরণ করে ‘বিজয়’। তাজিনডং মারমা শব্দ। এর বাংলা অর্থ ‘গভীর অরণ্যের পাহাড়’। এই নাম তাদের ভাষা সংস্কৃতির সাথে সম্পর্কীত। সুতরাং নামটি পরিবর্তন করার মধ্যে কোনো ধরনের স্বার্থকতা বা কৃতিত্ব আছে কিনা খুঁজে পেলাম না। এ ধরনের সিদ্ধান্ত প্রকারান্তরে ব্রিটিশ ঔপনিবেশিক মানসিকতারই পরিচয় বহন করে। ব্রিটিশরা কারাকোরাম, নন্দাদেবী এবং কাঞ্চনজংঘার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল। মাউন্ট এভারেস্টকে তিব্বতী এবং নেপালীরা যথাক্রমে ‘চোমোলংমা’ ও ‘সাগরমাতা’ বলে। ১৮৫২ সালে ভারতীয় গণিতবিদ এবং জরিপ কর্মকর্তা রাধানাথ শিকদার মাউন্ট এভারেস্টই যে পৃথিবীর সবচেয়ে বড় শৃঙ্গ এটি প্রমাণ করেছিলেন। অথচ এর নামকরণ হয় এক ইংরেজের নামে (জর্জ এভারেস্ট, তৎকালীণ জরিপ বিভাগের প্রধান)। আমাদের অনেক কাজের স্বীকৃতি আমরা পাইনি।যেভাবে যেতে হয় : রাজধানীর ফকিরাপুল ও কলাবাগান থেকে সোহাগ পরিবহন, সৌদিয়া, এস আলম বা অন্য কোনো বাসে বান্দরবান যেতে হবে। সেখান থেকে মিনি বাস অথবা রিজার্ভ জীপে রুমা বাজার। তারপর চান্দের গাড়ি করে বগালেক স্ট্যান্ড। এরপর বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে।
রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৪/তাপস রায়