আমিনুল কলকাতা থেকে

প্রস্তুত হচ্ছে বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় ম্যাচে ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ খেলতে গতকাল শুক্রবার ভারত পৌঁছেছে জিমি ডে’র শিষ্যরা। যদিও গতকাল কোনো অনুশীলন করেনি। রিকভারি সেশন করেছে। আজ তারা করেছে আনুষ্ঠানিক অনুশীলন। কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামের ২ নং ট্রেনিং গ্রাউন্ডে ২ ঘণ্টা অনুশীলন করে বাংলাদেশ দল।

শারীরিক কসরত, ক্রসিং, ফিনিশিং পাস, সেট পিচ, গোল কিপিং, কন্ট্রোলিং, গেম সিচুয়েশন ট্রেনিং করে তারা। দলের সবাই সুস্থ্য আছে। এরপর সন্ধ্যায় ম্যারিয়ট হোটেলের কনফারেন্স রুমে টিম মিটিং করে। আগামীকাল রোববার সকাল ১০টায় একই মাঠে অনুশীলন করবে জামাল-মামুনুলরা। এরপর সন্ধ্যা ৭টায় টিম মিটিং করবে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে হার মেনেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে কাতারের বিপক্ষে ভালো খেলেও হার মানে ২-০ গোলে। ১৫ অক্টোবর সল্টলেকে তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে। ১৯৮৫ সালের পর এই প্রথম সল্টলেকে ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে লাল-সবুজের জার্সিধারীরা। ঢাকা/আমিনুল