আমিনুল ইসলাম নেপাল থেকে

৩০ পদক নিয়ে পঞ্চম স্থানে বাংলাদেশ

এসএ গেমসের তৃতীয় দিনটি বাংলাদেশের জন্য সোনায় মোড়ানো ছিল। দিনের শুরুতেই কারাতেতে তিনটি সোনা জিতে বাংলাদেশ। প্রথম দিন জিতেছিল ১টি। সব মিলিয়ে ৪টি সোনা, ৬টি রূপা ও ২০টি ব্রোঞ্জসহ মোট ৩০ পদক নিয়ে পদক তালিকায় পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।

২৩টি সোনা, ৯টি রূপা ও ১২টি ব্রোঞ্জসহ ৪৪ পদক নিয়ে স্বাগতিক নেপাল রয়েছে শীর্ষে। ১৫ সোনা, ১৬ সোনা ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৪০ পদক নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ৫টি সোনা, ১৪টি রূপা ও ২৭টি ব্রোঞ্জসহ ৪৬ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে।

৪টি সোনা, ১১টি রূপা ও ১২টি ব্রোঞ্জসহ ২৭টি পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে। ১টি স্বর্ণ জিতে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। তৃতীয় দিনে এসে ভুটান ৩টি ব্রোঞ্জ জিতেছে। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

তৃতীয় দিন শেষে পদক তালিকা :

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

নেপাল

২৩

১২

৪৪

ভারত

১৫

১৬

৪০

শ্রীলঙ্কা

১৪

২৭

৪৬

পাকিস্তান

১১

১২

২৭

বাংলাদেশ

২০

৩০

মালদ্বীপ

ভুটান

 

কাঠমান্ডু/আমিনুল