আমিনুল ইসলাম নেপাল থেকে

পদকে ভারতের ডাবল সেঞ্চুরি, বাংলাদেশ সেঞ্চুরির পথে

এসএ গেমসের সপ্তম দিনটি বেশ ভালো কেটেছে বাংলাদেশের। এদিন তিনটি সোনা জিতেছে বাংলাদেশ। রূপা জিতেছে বেশ কয়েকটি। সব মিলিয়ে সপ্তম দিন শেষে ৭টি সোনা, ২২টি রূপা ও ৫৫টি ব্রোঞ্জসহ মোট ৮৪ পদক নিয়ে বাংলাদেশ রয়েছে পদক তালিকার পঞ্চম স্থানে।

এদিকে ১০টি ডিসিপ্লিনে অংশ না নিয়েও ইতিমধ্যে স্বর্ণের সেঞ্চুরি ও পদক জয়ের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছে ভারত। ১১০টি সোনা, ৬৯টি রূপা ও ৩৫টি ব্রোঞ্জ জেতায় তাদের মোট পদক সংখ্যা দাঁড়িয়েছে ২১৪ তে। স্বাগতিক নেপাল ৪৩টি সোনা, ৩৪টি রূপা ও ৬৫টি ব্রোঞ্জসহ মোট ১৪২ পদক নিয়ে রয়েছে তৃতীয় স্থানে। ৩০টি সোনা, ৫৭টি রূপা ও ৮৩টি ব্রোঞ্জসহ মোট ১৭০ পদক নিয়ে শ্রীলঙ্কা রয়েছে তৃতীয় স্থানে। ২৩টি সোনা, ৩০টি রূপা ও ৩৪টি ব্রোঞ্জসহ মোট ৮৭ পদক নিয়ে পাকিস্তান রয়েছে চতুর্থ স্থানে।

১টি সোনা ও ২টি ব্রোঞ্জসহ মোট ৩টি পদক নিয়ে মালদ্বীপ রয়েছে ষষ্ঠ স্থানে। ৬টি ব্রোঞ্জ জিতে ভুটান রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।

সপ্তম দিন শেষে পদক তালিকা :

দেশ

স্বর্ণ

রৌপ্য

ব্রোঞ্জ

মোট

ভারত

১১০

৬৯

৩৫

২১৪

নেপাল

৪৩

৩৪

৬৫

১৪২

শ্রীলঙ্কা

৩০

৫৭

৮৩

১৭০

পাকিস্তান

২৩

৩০

৩৪

৮৭

বাংলাদেশ

২২

৫৫

৮৪

মালদ্বীপ

ভুটান

 

কাঠমান্ডু/আমিনুল