আমিনুল থাইল্যান্ড থেকে

‘আমরাই আক্রমণ করি, আবার আমরাই মিস করি’

থাইল্যান্ডের বিপক্ষে দুটি গোলের সুযোগ পেয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দলের স্ট্রাইকার তহুরা খাতুন। একবার তিনি বারে মারেন। আরেকবার গোলরক্ষককে একা পেয়েও বাইরে মারেন। দিনশেষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয়। এমন হারে মন খারাপ হয়েছে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী বাংলাদেশের মেয়েদের। বিষয়টা তাদের বেশ ভাবিয়েছে। এখনো আক্ষেপে পুড়ছেন তারা।

সোমবার দুপুরে টিম হোটেল আরিজ এর সামনে দাঁড়িয়ে আক্ষেপ করে তহুরা খাতুন বলেছেন, ‘টুর্নামেন্টে অংশ নেওয়া সবগুলো দলই শক্তিশালী। বিশ্বকাপে খেলা দল। আমরা সমানতালে খেলার চেষ্টা করেছি। ৯০ মিনিট খেলেছি। কিন্তু পারিনি। আমি দুইটা গোল মিস করেছি। অনুচিং একটা করেছে। খুব খারাপ লেগেছে। আমরা নিজেদের মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছি। আসলে আমরাই আক্রমণ করি, সুযোগ তৈরি করি, আবার আমরাই মিস করি।’

জাপান শক্তিশালী দল। তাদের বিপক্ষে ভুলগুলো শুধরে লড়াই করার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের মিডফিল্ডার মনিকা চাকমা, ‘জাপান অনেক শক্তিশালী দল। তারা ওয়ার্ল্ড কাপ খেলে। আমরা এখনো ওই পর্যায়ে যাইনি। আমাদের চেষ্টা থাকবে ওদের সঙ্গে ভালো ফাইট করার। প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছে সেগুলো সামনের ম্যাচে না করার চেষ্টা করব। তাদের বিপক্ষে আমাদের খেলার অভিজ্ঞতা রয়েছে।’ রাইজিংবিডি/থাইল্যান্ড/১৬ সেপ্টেম্বর, ২০১৯/আমিনুল