শিল্প ও সাহিত্য

সাগরিকা

খান মো. শাহনেওয়াজতোমার পরশ, মনের কোণে বইলো শীতল হাওয়ারাত গড়ালো, সকাল গেলো, দুপুর বেলায় পাওয়ামেঘলা মনে ফুটলো আলো, সরে গেলো কালোমেঘ বালিকা, শোনো তুমি, তোমায় বাসি ভালোযখন তোমার খবর না পাই, ছটফটানি মনে- কী করে তা জানবো, কেবল ভাবনা, ক্ষণে ক্ষণেতুমি থাকো সাগর পাড়ে, ঢেউ-বাতাসে ভেসেআমার মনের কড়া নাড়াও, পেছন থেকে এসেসাগর পাড়ের সাগরিকা, সামনে এসে বলোচিন্তা থেকে রেহাই দিয়ে নিজের মতো চলো সাগরিকা, মেঘ বালিকার মেঘ এনো না আরসাগর জলের ছিটে দিও, পরশও বারবার...।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ জুন ২০১৫/তাপস রায়