শিল্প ও সাহিত্য

দুই পয়সার পঙ্‌ক্তি || মারুফ রায়হান

১.হর্ষ করে উঠছে রোমকবে দিন ছিল নরমসরম!২.অন্ধই অন্ধকার সন্ধ্যায় দর্শকওঁৎ পেতেছেন প্রাজ্ঞ ধর্ষক৩.পাতাল শুয়েছে শূন্যেপাপী গড়াচ্ছে পুণ্যে৪.কাব্যে কবে থেকে চলছে খরাখঞ্জ জানে নৃত্যব্যঞ্জনা, মূর্খরা হলো মুখরা৫.নৃশংস রাত্তিরে জাগে সুরবাহবা দিলেন অসুর৬.নিভছে নীরব হাসিমজনু কি মাংসাশী!৭.এলো নয়া অর্থবর্ষদুর্দান্ত দুধেল দুর্ধর্ষরাইজিংবিডি/ঢাকা/৫ জুলাই ২০১৫/তাপস রায়