শিল্প ও সাহিত্য

কষ্ট || খান মো. শাহনেওয়াজ

                       

কষ্ট দিয়ে খুব মজা পাস, তাই না সখি?মনে কেবল কষ্ট দেওয়ার বাসনা কি?চুনাপাথর যেমন সাদা, তোর ভেতরও তেমন সাদাওটা যেমন শক্ত পাথর, তুইও তেমন শক্ত পাথরনয়তো কি! বল বল বল, যখন তখন বকা দিয়েচোখ ঘুরিয়ে, ঠোঁট বাঁকিয়ে, দাঁত খিঁচিয়েবলিস কেবল গরু, গাধা! কত্তো বকা, কি যে বকাকথা বলা বন্ধ করিস, আমায় করে একা!এই যে বলি, এই হয়েছে, ওই হয়েছে, মাফ করে দেযতই বলি ততই খেপিস, কোনো কথাই শুনিস না যেকেন সখি! কষ্ট দিয়ে খুব মজা পাস?দিবি যখন কষ্টই দে, করে বিনাশপাথর মনের বান্ধবী তুই, সাদা পাথর চুনা পাথরএকদিন তোর চোখ খুলবে, দেখতে পাবি আমি নিথরকষ্ট তখন কাকে দিবি? বল বল বল, আমায় দিবি?চোখের জলে ভাসিয়ে দু’গাল, কষ্টখানি তুইই নিবি...।রাইজিংবিডি/ঢাকা/৯ সেপ্টেম্বর ২০১৫/তাপস রায়