শিল্প ও সাহিত্য

২২ কবির ২২ অণুকবিতা

পাহাড়ের চূড়াগুলি

একে অপরকে চুমু খাবে

যখন মানুষেরা তাদের মৃত্যুর কুড়েঘর ছেড়ে চলে যাবে

এবং একে অপরকে মুকুট পরাবে

রঙধনু দিয়ে

সাতরঙা সান্ত্বনা

পৃথিবীর রক্তক্ষরণের- আমার সারাটি জীবন

আমি অন্বেষণ করেছি

একজন দেবদূতের।

আর সে এলো

এটা বলতেই

‘আমি কোন দেবদূত নই!’ আদম আমার কাছে ফিসফিস করে বললো

একটা দীর্ঘশ্বাস গিলে ফেলে,

নীরবতা এবং ঘ্যানঘ্যানানি সহ-

‘আমি পৃথিবীর প্রথম পিতা নই।

আমি কখনো স্বর্গ দেখিনি।

আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাও।’ হ্যাঁ...

   

১(টি

পা

তা

রে

যা

চ্ছে)

লাইনেই একটি লোক মহাবিশ্বকে বললো

‘জনাব, আমি আছি!’

‘যাহোক’, উত্তর দিলো মহাবিশ্ব,

‘এই ঘটনা আমার মধ্যে সৃষ্টি করে না

 কোনো ধরনের দায়িত্ব বোধের।’ ছোট মাছ খায় পিচ্চি মাছেদের,

বড় মাছ খায় ছোট মাছেদের-

তাই শুধু বড় মাছেরাই হয় মোটা।

তুমি কি এমন মানুষ দেখেছো একটা? রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৮/তারা