শিল্প ও সাহিত্য

তোমাকে

ঢাকা, ১৬ জানুয়ারি :

তোমাকে

 

এটা হয়তো পুরনো কথাতোমায় ভালবেসে ফেলেছি অনেক।এটা হয়তো তুমি শুনলে হাসবে,“তোমায় ছাড়া চিন্তা করতে পারি না কিছুই।তোমায় ছাড়া থাকতে পারব না একটি মুহূর্তও।”কবে কখন কিভাবে তোমায় এতখানি ভালবাসলাম-তা আমি নিজেই বুঝিনি,তোমায় বোঝাব কি করে!যখন কোন কিছুর নাম বলতে গেলেতোমার নামটিই সবার আগে চলে আসে,যখন তোমার হেঁটে আসার শব্দআমার কানে বাজতে থাকে দীর্ঘক্ষণ,যখন হাজারো ব্যস্ততার মাঝে একটু অবসর হলেতোমার মুখখানি ভেসে উঠে চোখের সামনে,আমি তখন বুঝেছি,তোমায় ভালবাসার একটা দমকা হাওয়াআমায় হঠাৎ করে ঘিরে ফেলেছে।তুমি আমার সামনে এলেই,আমি হয়ে যাই অপ্রস্তুত্ত, ইতস্তত।তোমার প্রতিক্ষাই করি মনে মনে,অথচ কাছে এলেই-আমার সবকিছু লণ্ডভণ্ড।

 

ভালবাসি ভালবাসি ভালবাসি ।আজও তোমায় বলতে না পারলেআর কবেই বা বলবো।আর কবেই বা আমার বলার সাহস হবে।আমি সত্যি বলছি,আমি তোমায় ভালবাসিআমি তোমায় ভালবাসিকত সহজেই বলছি তোমায়কিন্তু আসলে তুমি আমার কাছে এত সহজ নও।এত সহজে বলছি ভালবাসিকিন্তু তাই বলে, আমার ভালবাসাএত ঠুনকো নয়।বেশি পানিতে অল্প চিনি দিলেতা মিশে যায় তাড়াতাড়ি।কিন্তু তুমি আমার মাঝে অল্প নও।আমার মাঝে তোমার মিশে যাওয়াশুকনো বালুতে ক’ফোটা বৃষ্টি নয়।তুমি যে আছো এখন আমার চিন্তায়,আমার কল্পনায়, স্বপ্নে, হৃদয়ে, অনুভূতিতে,নিঃশ্বাসে, প্রশ্বাসে, শয়নে, চলনে,কথায়, হাসিতে, দুঃখে, রাগে,মানে-অভিমানে,এমনকি আমার প্রতিটি হৃদস্পন্দনে।আমার প্রতিটি স্বরধ্বনিতে।প্রতিটি দৃষ্টির বাঁকে বাঁকে।আমার রঙিন রংতুলির আঁচড়ে।আমার জীবনের মূল জীবন হয়ে।আমার পৃথিবীর মহাবিশ্ব হয়ে।আমার সব শক্তির শক্তিমত্তা হয়ে।আমার বারুদের স্ফুলিঙ্গ হয়ে।।আমি তোমায় ভালবাসিআমার জীবনের ছবির মত করে।আমি তোমায় ভালবাসিফ্রেমে আঁটা তোমার এক চিলতে হাসির মত করে।আমি তোমায় ভালবাসিঘড়ির কাঁটার টিকটিক শব্দ তালের সাথে।আমি তোমায় ভালবাসিপিচ ঢালা পথে একা একা হাঁটতে থাকার মাঝে।আমি তোমায় ভালবাসিআমার সম্পূর্ণ ভালবাসা দিয়ে।

 

 

রাইজিংবিডি / রাশেদ শাওন