ঢাকা, ২৮ জানুয়ারি :
১.
আমতত্ত্বআম একটি সুমিষ্ট রসালো ফলএই অভিজ্ঞতা যেদিন জাগ্রত হলসেইদিন থেকে প্রতারণার পাঠও যেনবা জানা হয়ে গেল সহজেইপাকা আমের বহিরঙ্গ সুঢৌল হলেওপোকার সম্ভাবনা দূর হয় না সহসাকিংবা কুফরি কালামমোড়ানো ফলেরক্তবমির গল্প শুনেছি অনেকএইসব জেনেবুঝে কী করে বলিরস সর্বদা নির্মল আনন্দের আধারএই রসালো ফলের নাম জুটে গেলেমানবের আগে, আর মানব থাকে না…
থামাও এই বিনাশ যজ্ঞকাকে আঘাত করছো তুমিঢালছো পেট্রল, দিচ্ছ আগুনকাদের বহনকারী যানেকোন মানুষের রেলগাড়ি আটকাতে গিয়েতুলে নিচ্ছ লাইন-ফিসপ্লেটতোমার ছুঁড়ে দেয়া বোমার স্প্লিন্টারেকে হারাচ্ছে হাত-পা-চোখঅথবা বাঁচার প্রেরণা সম্পদের আশ্চর্য সুরক্ষার ভেতরযারা হাসে যারা খেলে যায়এসবকিছুই স্পর্শ করে না তাদেরতবে কাদের পাঠাচ্ছো মৃতের দেশেযে কি না তোমার বন্ধু-স্বজন কিংবাতোমারই গোত্রভুক্ত অসহায় কেউকরোটির সূক্ষ্ণ অনুভূতিপ্রবণ অংশের ছায়ায় বসে ভাবো শুধু একটিবারএমন সর্বনাশা মাতম নেমে আসেযদি তোমারই ওপর অথবা তোমারই প্রিয়তম মানুষ কখনো যদি হয়ে যায় নিশানা তখনজানি না না ধ্বনি তুলে মাথা নাড়ছো তুমিওভাই আমার, বন্ধু আমার এ ভূমির আত্মজ আমার প্রাণসংহারী শত্রু আমারদুঃস্বপ্নেও কখনো পাঠাবো না অভিশাপ তোমার বিনাশে, মৃত্যু কামনায়তুমি বেঁচে থাকো এই ভূমিতে-মানচিত্রে তোমার করোটিতে হাজারো দেবদূতের আশীর্বাদ বর্ষিত হোককিন্তু তোমার হাত রক্তে ভেজা জানি, যখন রঞ্জিত সেই হাত দাঁড়াবে তোমারই মুখোমুখিতুমি অশ্রুসিক্ত হবে, হাহাকার করবে অনুতাপ জাগবে গহীনে তোমারনিজের কাছে নিজে মরে যাওয়ার আগে দোহাই, বিনাশের এই যজ্ঞ থামাও…৩.
আমার অন্তর্ধান
আমার অন্তর্ধানে কিছুই হবে না ক্ষতি এই পৃথিবীরএকটি মুহূর্ত থাকবে না থেমেবাতাসের প্রবাহ হবে না স্তব্ধ ক্ষণকালক্যাফেতে মার্কেটে অথবা সিনেপ্লেক্সে থিয়েটারেকমবে না মানুষের ভীড়দু’বেলা উপোস যাবে শোকে এমন কারো সন্ধানও নেই জানাআমার অন্তর্ধানে পুকুরে আগের মতোই সাঁতার কাটবে রাজহাঁসবাছুরপ্রসবী গরুর ওলানে জমবে দুধমাতাগণ শিশুর হাত বেয়ে চাঁদের দেশে পাড়ি জমাবে নিত্যউৎসবের নামে নিহত হবে তবু হাজারো বোবা পশুশিউলীগুলো অবিরাম নিঃস্বার্থ নিঃশব্দে ঝড়ে পড়বে কৈশোর উত্তীর্ণ তরুণ-তরুণী মিলবে প্রণয়েআমার অন্তর্ধানে আসলে কিছুই ঘটবে নাতবু যে নারীগণ একদিন আমায় ভালবেসেছিলগোপনে একচিলতে দীর্ঘশ্বাস ফেলবে হয়তোআর এরপর বুভুক্ষু ঘাসগুলো আরো বাড়ন্ত হবার প্রহর গুণবেশুধু দূরাগত জননী সাত আসমান ছিঁড়েঅনন্তলোক থেকে করবে বিলাপ, আহাজারীআমার অন্তর্ধানে আসলে কিছুই ঘটবে নাকংস, মগড়া কিংবা ব্রহ্মপুত্র অথবা পৃথিবীর তাবৎ জলাশয়েবাড়বে না একরত্তি জলআমার অন্তর্ধান হবে এমনি ম্রিয়মান, পাণ্ডুর…
লেখক : ড. রুবাইয়াৎ আহমেদ (লেখক, নাট্যকার, মঞ্চকর্মি, চলচ্চিত্র গবেষক ও সাংবাদিক)
রাইজিংবিডি / রাশেদ শাওন