শিল্প ও সাহিত্য

সেরা ১০ উদীয়মান ইংরেজি লেখকের তালিকায় রাশিদ আসকারী

জেলা প্রতিবেদককুষ্টিয়া, ২৭ এপ্রিল : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক বিশিষ্ট লেখক ও কলামিস্ট ড. রাশিদ আসকারী একটি আন্তর্জাতিক লেখক জরিপে বাংলাদেশের সেরা ১০ উদীয়মান ইংরেজি লেখকের তালিকাভুক্ত হয়েছেন।

জরিপটি করেছে ‘দ্য অথার সাকসেস কোচ’ (The Author Success Coach) নামের একটি আন্তর্জাতিক প্রকাশনা ও জরিপ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের ইংরেজি ভাষার গুরুত্বপূর্ণ লেখকদের ওপর জরিপ পরিচালনা করে এবং তাদের লেখার গুণগত মান ও আঙ্গিক বিবেচনা করে ১০ জনের একটি তালিকা প্রণয়ন করে।

তালিকার শীর্ষে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দ্য গোল্ডেন এজ খ্যাত ইংল্যান্ডপ্রবাসী লেখিকা তাহমিমা আনাম।

তালিকার দ্বিতীয় স্থানেই রয়েছেন ড. রাশিদ আসকারী। তালিকাভুক্ত অন্যরা হলেন : মারিয়া চৌধুরী, কানিজ আহমেদ, কায়সার হক, ফারাহ গুজনভী, মাহমুদ রহমান, খাদেমুল ইসলাম, আফসান চৌধুরী ও ফকরুল ইসলাম। সংস্থাটি বাংলাদেশের শ্রেষ্ঠ ১০ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ ১০ সংগীতশিল্পী, শ্রেষ্ঠ ১০ সংবাদপত্র, শ্রেষ্ঠ ১০ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি ক্ষেত্রে সমজাতীয় জরিপ পরিচালনা করেছে।

 রাইজিংবিডি/কাঞ্চন কুমার/রণজিৎ/আবু মো.