শিল্প ও সাহিত্য

‘মনের মানুষ’: ভদ্রলোকের বাউলিয়ানা

বাউল সাধনা কী পদার্থ? এই প্রশ্নের বিচিত্র সব উত্তর ভদ্রলোক সমাজে এতদিনে চালু হয়েছে। একদম গোড়ার দিকে এর একটা জবাব দেবার চেষ্টা করেছেন অক্ষয় কুমার দত্ত। ১৮৭০ সালে প্রকাশিত তাঁর সবচেয়ে বিখ্যাত বই ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায়-এর মধ্যে একটি স্বতন্ত্র ঘরানা হিসেবে বাউলদের কথা এসেছে। বাউলদের সাধন-ভজনের প্রণালী কেমন? অক্ষয় কুমার জানাচ্ছেন: