শিল্প ও সাহিত্য

এনামুল হক মনি’র কবিতা

বাল্যবিবাহ!সে আমার বহুকালের শখ।আজ তা পূরণ হবার নয়,বয়সসীমা পেরিয়ে এসেছি।আর বিন্দু! সেও তো ১৮ ছুঁই ছুঁই।আর মাত্র কটা দিনতারপর মালাবদল,উলু ধ্বনি, বেজে উঠবেসানাইয়ের সুর।আর পারি না-জানো বিন্দু তোমাকে ছাড়াচাঁদটাও কেমন ফ্যাকাশে মনে হয়আর অন্ধকারতো আরো ভয়ানক হয়ে ওঠে।হ্যা আমি জানি যা ভাবছি সবই কল্পনাঐ যে বামন-চাঁদ প্রবাদের মতো।খুব ভালো করেই জানি যে,অপেক্ষা আজন্মেরপাওয়া না পাওয়ার প্রশ্ন এখানে বৃথা।