শিল্প ও সাহিত্য

মুনতাসীর মামুনের ‘আলবদর ১৯৭১’

সাইফুল হক সদলঅনন্যা প্রকাশনী বই মেলায় এনেছে মুনতাসীর মামুনের ‘আলবদর ১৯৭১’। বইটি ইতিমধ্যেই ভালো বিক্রি হচ্ছে জানিয়েছেন অনন্যা প্রকাশনীর স্বত্তাধিকারী মনিরুল হক। বর্তমানে শাহবাগের জনতার চলমান আন্দোলনও এর একটি কারণ।

এছাড়া শিক্ষাবিদ আনিসুজ্জামান সম্পাদিত ‘মুক্তির সংগ্রাম’ মেলায় এনেছে চন্দ্রাবতী একাডেমী। এই বইয়ে উপনিবেশ পর্বে মানুষের মুক্তির লক্ষ্যে পরিচালিত অগণিত সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরা হয়েছে। বইটির সম্পাদনা পর্ষদে আছেন আবদুল মমিন চৌধুরী ও সেলিনা হোসেন। রবীন্দ্রনাথের প্রবন্ধসমষ্টি কবিতা ও গানের মতোই বৈচিত্র ও প্রাচুর্যপূর্ণ। অমর একুশে বই মেলায় কথা প্রকাশ নিয়ে এসেছে বরীন্দ্রনাথের ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’ ।মেলায় উপন্যাস, গল্প ও কবিতার পাশাপাশি মুক্তিযুদ্ধের বই বিক্রি বেড়েছে।