বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

ফলোঅন এড়ানোর পর বৃষ্টিতে স্বস্তি

গল থেকে ইয়াসিন হাসান : উইকেটের পেছন থেকে সরে দাঁড়ানোর পর মুশফিকুর রহিমের ব্যাটিং দেখার প্রতীক্ষায় ছিল হাজারো ক্রিকেটপ্রেমী। এ তালিকায় ছিলেন ক্রিকেটবোদ্ধারাও। বাংলাদেশ অধিনায়কও হতাশ করলেন না। গল টেস্টের তৃতীয় দিনে মুশফিক খেলেছেন ৮৫ রানের ঝকঝকে ইনিংস। আরেকটু ধৈর্য নিয়ে খেললে টানা তিন টেস্টে তিন সেঞ্চুরির স্বাদই পেয়ে যেতেন। রঙ্গনা হেরাথের বলে বোল্ড হওয়ার আগে ১৬১ বলে ৮৫ রান করেন মুশফিক। ৮ চার ও ১ ছক্কায় টাইগার দলপতি নিজের ইনিংসটি সাজান। তার ব্যাটে ভর করে শ্রীলঙ্কার করা ৪৯৪ রানের জবাবে ফলোঅন এড়িয়ে ৩১২ রান করেছে বাংলাদেশ। তবে ১৮২ রানের লিড পেয়েছে স্বাগতিক দল। তৃতীয় দিনের শেষ সেশনের দ্বিতীয় বলে বাংলাদেশ অলআউট হওয়ার পর ইনিংস বিরতির সময় গলে বৃষ্টি বাগড়া দেয়। এরপর আর খেলা হয়নি। দিনের খেলা পুষিয়ে নিতে শুক্রবার চতুর্থ দিনের খেলা শুরু হবে সকাল স্থানীয় সময় সকাল পৌনে ১০টায়। সৌম্যকে (৬৬) নিয়ে ব্যক্তিগত ১ রানে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করেন মুশফিক। সৌম্য ৫ রান যোগ করে সাজঘরের পথ ধরেন দিনের শুরুতেই। লাকমালের লেগ স্টাম্পের ওপরের শর্ট বল পুল করতে গিয়ে ফাইন লেগে কুমারার হাতে ক্যাচ দেন। আগের দিন কুমারা ৩টি মিস ফিল্ডিংয়ে ১২ রান খরচ করলেও সৌম্যর বিগ উইকেটের বল তালুবন্দি করতে ভুল করেননি। এরপর সাকিবের ঝোড়ো গতির ব্যাটিং। বিশ্বসেরা অলরাউন্ডারের রান ১৯ বলে ২৩। কেন এরকম ব্যাটিং? এ প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আউট সাকিব। সান্দাকানের লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বল খোঁচা মারতে গিয়ে ডিকভেলার হাতে ক্যাচ দেন। বেশিক্ষণ টেকেননি মাহমুদউল্লাহও। ২৬ বলে ৮ রান করে কুমারার বলে যেভাবে আউট হয়েছেন, তা ছিল একেবারেই দৃষ্টিকটু। বল পড়ে সামান্য স্কিড করে ভেতরে ঢোকে, বলের লাইনে ব্যাট চালাতে ব্যর্থ মাহমুদউল্লাহ। মুশফিকের পরিবর্তে কিপিংয়ে আসা লিটন কুমার দাস ব্যাটিংয়ে হতাশ করেন দায়িত্বজ্ঞানহীন শটে। হেরাথের বল অফ স্টাম্পের বাইরে পড়ে বের হয়ে যাচ্ছিল অনেক দূরে। সেই বলে দিলেন খোঁচা। স্লিপে দাঁড়ানো গুনারত্নে বল তালুবন্দি করে হাসতেই থাকলেন! মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। ১৯২ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে জুটি বাঁধেন মেহেদী হাসান মিরাজ ও মুশফিক। এবার মুশফিক হাত খুলে রান করলেন। ডাউন দ্য উইকেটে এসে হেরাথকে ছয় মেরেছেন, কাট শটে পেরেরার বলে তুলেছেন বাউন্ডারি। মিরাজও পিছিয়ে ছিলেন না। সান্দাকান, হেরাথ ও পেরেরার বলগুলোকে শেষ পর্যন্ত দেখে ব্যাট চালিয়েছেন। চা-বিরতির আগে হঠাৎ অফ স্পিনার পেরেরার বলে এলবিডব্লিউ মিরাজ। দুই পা পেছনে নিয়ে ডিফেন্স করতে গিয়ে খাল কেটে কুমির ডাকেন ৭৭ বলে ৫ বাউন্ডারিতে ৪১ রান করা মিরাজ। পরের বলে তাসকিনও এলবিডব্লিউ। আম্পায়ার পেরেরার আবেদনে সাড়া না দেওয়ায় রিভিউ চান হেরাথ। তাতে সফল তারা। শুভাশীষ রায় হ্যাটট্রিক বলটি কোনোরকমে পার পেয়ে গেলেও বেশিদূর আগাতে পারেনি তার ইনিংস। চা-বিরতি ও বৃষ্টির পর খেলা শুরু হওয়ার দ্বিতীয় বলে মুস্তাফিজুর রহমান ৪ রানে আউট হন। শূন্য রানে অপরাজিত থাকেন শুভাশীষ। হেরাখ ও পেরেরা ৩টি করে উইকেট নেন। গলে তৃতীয় দিনের উইকেট থেকে টার্ন ও বাউন্স পেয়েছেন স্পিনাররা। প্রথম ইনিংসে বড় লিড পাওয়ায় এই টেস্টে আপারহ্যান্ডে হেরাথের দল। বৃষ্টি বাংলাদেশের জন্য নিয়ে এসেছে স্বস্তি। অন্তত শেষ দুই ঘন্টা ফিল্ডিং করতে হয়নি সাকিব, মাহমুদউল্লাহদের। খেলা হলে লঙ্কানদের লিড হয়ে যেত তিন শ’র ওপরে। বৃষ্টি আর্শীবাদ হয়ে আসলেও চতুর্থ ও পঞ্চম দিনে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে টিম বাংলাদেশকে। রাইজিংবিডি/গল (শ্রীলঙ্কা)/৯ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ