বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

শততম টেস্টে অষ্টম সেঞ্চুরিয়ান সাকিব

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে : পাকিস্তানের মাজিদ খান, অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি ও চার্লস কেলেওয়ে, নিউজিল্যান্ডের বেভান কংডন ও ব্রায়ান হাসটিংস, দক্ষিণ আফ্রিকার বিলি ওয়েড এবং জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার, এ নামগুলো ক্রিকেট ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ওতপ্রতভাবে। তাদের সবার মধ্যে রয়েছে গর্ব করার মত এক ইতিহাস। তাঁরা সবাই নিজ নিজ দেশের শততম টেস্ট ম্যাচে পেয়েছিলেন সেঞ্চুরির স্বাদ। তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার ছোঁয়ায় স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় লিখিয়েছিলেন নিজেদের নাম। এ তালিকায় সবশেষ যোগ হলেন সাকিব আল হাসান। অষ্টম ক্রিকেটার হিসেবে এলিট ক্লাবে যোগ দিলেন সাকিব। দিলরুয়ান পেরেরার লেগ স্ট্যাম্পের উপরের ফুলার লেন্থ বলে সুইপ করে বাউন্ডারিতে পাঠান সাকিব। ৯৮ রানে থাকা সাকিব পৌঁছে যান ১০২ রানে। ১৪৩ বলে ৯ চারে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগারে পৌঁছান সাকিব।

বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি উদযাপন করেছেন খুব স্বাভাবিকভাবে। চিরচেনা হাসি আর আর ক্রিজে থাকা মোসাদ্দেক হোসেন সৈকতকে জড়িয়ে ধরেছিলেন দীর্ঘক্ষণ। এরপর আবারও ব্যাটিংয়ে নেমে পড়া। কিন্তু বেশিক্ষণ টিকলেন না। ওই সান্দাকানের হাওয়ায় ভাসানো বল মিড অনের উপর দিয়ে খেলতে গিয়ে চান্দিমালের হাতে ক্যাচ দেন। ১৫৯ বল সাকিবের রান ১১৬। বাউন্ডারি ১০টি। পি সারায় শুক্রবার ৮ রানে তৃতীয় দিনের খেলা শুরু করেন সাকিব। আগের দিন ৮ বলে ৩ বাউন্ডারিতে ১৮ রান করে তুমুল সমালোচনার জন্ম দিয়েছিলেন সাকিব। কিন্তু আজ সাকিব সম্পূর্ণ উল্টো। সান্দাকানের বলে দিনের চতুর্থ বলে বাউন্ডারি মারলেও পরবর্তী বাউন্ডারির জন্য সাকিব অপেক্ষা করেছেন ৫৩ বল। এ সময়ে বাজে বল ছাড়া কোনো বল খেলার চেষ্টা করেননি বাঁহাতি এ ব্যাটসম্যান। হাফ-সেঞ্চুরি তুলে নেন ৬৯ বলে। পরবর্তীতে সেঞ্চুরির দেখা পান ৭৪ বলে। সব মিলিয়ে সাকিব ছিলেন ভিন্ন রূপে, ভিন্ন মেজাজে। চা-বিরতির ঠিক ১৭ বল আগে আউট হলেও সাকিব দলকে দিয়েছেন লিডের স্বাদ। রেখে গেছেন রানের পাহাড়ে।

রাইজিংবিডি/ কলম্বো (শ্রীলঙ্কা)/১৭ মার্চ ২০১৮/ইয়াসিন/শামীম