বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

‘সেঞ্চুরিটি বিশেষ কিছু’

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে: দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে বৃষ্টি আসার আগে সাকিব আল হাসানের ব্যাটিং ঝড়! ৮ বলে ৩ বাউন্ডারিতে সাকিবের রান ১৮। অপরাজিত থেকে তৃতীয় দিন শুরু করে সাকিব আজ তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। শততম টেস্টের ঐতিহাসিক মঞ্চে সাকিব সেঞ্চুরি হাঁকিয়ে সাকিব নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এর আগে দেশের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড আছে মাত্র সাতটি। অষ্টম টেস্ট ক্রিকেটার হিসেবে সাকিব অনন্য এ রেকর্ডবুকে নিজের নাম উঠিয়েছেন। শততম টেস্টের মঞ্চে নিজের সেঞ্চুরি নিয়ে সাকিব বলেন,‘অবশ্যই বিশেষ কিছু। যে কোন পরিস্থিতিতেই যদি সেঞ্চুরি করা যায় তাহলে অবশ্যই সেটা বিশেষ কিছু।’ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিকে সাকিব বিশেষ কিছুর মর্যাদা দিলেও সেঞ্চুরিটিকে জায়গা দিয়েছেন পঞ্চম স্থানে। কেন? উত্তর মিলল সাকিবের কন্ঠে,‘প্রতিটি সেঞ্চুরি আমার কাছে স্পেশাল। এটা পাঁচ নম্বরেই থাকবে।’ এমনিতে সাকিব কখনোই কাউকে অনুসরণ করেন না। নিজের মত করেই শট নির্বাচন করেন। নিজের মত করেই ভাবেন। সেই ভাবনায় কাজ করেন। তবে আজকের সেঞ্চুরির জন্য দিনেশ চান্দিমালের করা প্রথম ইনিংসের সেঞ্চুরিকে কৃতিত্ব দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।সাকিবের ভাষ্য,‘চান্দিমাল যেভাবে প্রথম ইনিংসে ব্যাটিং করেছিল সেখান থেকে অনেক কিছুই শেখার ছিল। এই উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে সে সম্পর্কে ধারণা পেয়েছি। ওর ইনিংস অনেক সাহায্য করেছে।’

 

সেঞ্চুরি পেয়েছেন তাতে সন্তুষ্ট সাকিব। ভাগ্যকেও ধন্যবাদ দিয়েছেন। তবে সাকিবের সবথেকে বড় স্বস্তি হচ্ছে তার ব্যাট থেকে আসা রানগুলো দলের প্রয়োজনে এসেছে। দলের হয়ে অবদান রাখতে পেরে তৃপ্তির ঢেকুর তোলা সাকিব আল হাসান বলেন,‘সেঞ্চুরিটি যদি ব্যক্তিগত অর্জনের দিক থেকে চিন্তা করি তাহলে অবশ্যই বিশেষ কিছু। তবে এ সেঞ্চুরি এই মঞ্চে আরও একটু বড়। কেননা এই রানটা আমাদের প্রয়োজন ছিল। ভাগ্যক্রমে আমি করতে পেরেছি। এই কারণে আমি খুশি। আমি যদি দলের জন্য অবদান রাখতে পারি সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ তবে গতকাল শেষ বিকেলে ওভাবে ব্যাটিংয়ের কারণ কি? আর আজ ধীরস্থির সাকিবের রহস্য কি? সেঞ্চুরিয়ান সাকিবের সোজাসাপ্টা উত্তর,‘রসায়ন আসলে কিছু না। কালকে যেহেতু নট আউট ছিলাম। চিন্তা করার সময় ছিল। ওই সময়টাতে আমি চিন্তা করতে পেরেছি কিভাবে অ্যাপ্রোচ করলে ভালো হয়।’ আক্রমণাত্মক ব্যাটিং করে সাকিব হাতের মুঠোয় থাকা সাফল্য ফসকে দিয়েছেন। ধীরস্থির সাকিব বাংলাদেশকে আনন্দে ভাসিয়েছেন। ক্রিকেটপ্রেমিরা ধীরস্থির সাকিবকেই চায়।

   

রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/১৭ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল