বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

অতীতের দুঃস্মৃতি ঘুচবে ডাম্বুলায়?

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে: ২০০০ সালে ইংল্যান্ড ক্রিকেট দলকে প্রথমবারের মতো আতিথেয়তা দেয় রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়াম। এর পর থেকে নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করে আসছে ৬০ একর জায়গার ওপর নির্মিত মনোমুগ্ধকর স্টেডিয়ামটি। ২০০৩ সালে এ স্টেডিয়ামে প্রথমবারের মতো ফ্লাডলাইট ব্যবহার করা হয়। এরপর নিয়মিত কৃত্রিম আলোয় চলে ক্রিকেট খেলা। বাংলাদেশ ক্রিকেট দল এ সফরে দুটি ওয়ানডে খেলবে এ মাঠে। ২৫ মার্চ প্রথম ওয়ানডে, ২৮ মার্চ দ্বিতীয়। প্রথম ‍দুই ওয়ানডের জন্য আজ দুপুরে ডাম্বুলা পৌঁছেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার অন্যান্য মাঠের মতো এ মাঠেও বাংলাদেশের রেকর্ড তলানিতে। ৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হেরেছে ৩টিতেই। সাকিবের নেতৃত্বে ২০১০ সালে এশিয়া কাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ওই টুর্নামেন্টের ৩টি ম্যাচ ডাম্বুলাতে খেলেছিল টাইগাররা। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ হেরেছিল ৬ উইকেটের বড় ব্যবধানে। এক দিনের ব্যবধানে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ১২৬ রানে। ব্যর্থ এশিয়া কাপ মিশনের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে খেলে বাংলাদেশ। আফ্রিদি-ঝড়ে সেদিন বাংলাদেশ পাত্তা পায়নি। ৬০ বলে ১২৪ রান করেছিলেন বুমবুম আফ্রিদি। বাংলাদেশ ৩৮৫ রান তাড়া করতে নেমে হেরেছিল ১৩৯ রানে। টুর্নামেন্ট খেললেও এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষ ২০১৩ সালের সফরে শ্রীলঙ্কার মাটিতে প্রথমারের মতো শ্রীলঙ্কাকে হারিয়েছিল বাংলাদেশ। এবার ডাম্বুলা থেকে সেই যাত্রা শুরু করতে পারে কি না বাংলাদেশ সেটাই দেখার! রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/২৩ মার্চ ২০১৭/ইয়াসিন/শামীম