বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

ফুরফুরে বাংলাদেশ শিবির, জিততে চায় ওয়ানডে সিরিজ

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : বৃহস্পতিবার সকাল ৯টায় কলম্বোর পাঁচ তারকা হোটেল তাজ সামুদ্রা থেকে বাসে চেপে ডাম্বুলার উদ্দেশে রওনা হয় টিম বাংলাদেশ। দুপুরে ডাম্বুলার আলিয়া রিসোর্ট এন্ড স্পা’য় পা রাখে মাশরাফি বাহিনী। দুপুরের খাবারের পর বিশ্রাম। এরপর জিম ও সুইমিং সেশন। এর বাইরে এদিন আর কিছু করেনি টিম বাংলাদেশ। রাতে অফিশিয়াল ডিনারে উপস্থিত দলের সবাই। পুরো দলে খুশির আমেজ। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, পুরো দল রয়েছে আত্মবিশ্বাসের তুঙ্গে। ক্রিকেটাররা খুব উৎফুল্ল। টেস্ট জয় এবং প্রস্তুতি ম্যাচে হাড্ডাহাড্ডি পারফরম্যান্সের কারণে সবাই রয়েছেন ফুরফুরে মেজাজে। তবে ফুরফুরে মেজাজে থাকার মাঝেও রঙিন পোশাকে জ্বলে ওঠার অপেক্ষায় ক্রিকেটাররা। ম্যানেজার সুজন বলেন, ‘ক্রিকেটাররা খুব উৎফুল্ল। টেস্ট জয়ের আনন্দ এখন আর নেই। কীভাবে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে জিতব, সেটাই এখন বড় চিন্তা।’ টেস্ট জয়ের আত্মবিশ্বাস ওয়ানডেতে কাজে আসবে জানিয়ে সুজন বলেন, ‘একটা টেস্ট জেতা, টেস্ট সিরিজ ড্র করা অনেক বড় অর্জন। টেস্ট দলের অনেক খেলোয়াড়ই আছে ওয়ানডে দলে। আমরা বিশ্বাস করি ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলি। ওয়ানডেতে আমরা দারুণভাবে শুরু করব, সেই বিশ্বাস আমাদের আছে।’ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ হবে ডাম্বুলায়। ডাম্বুলায় দুটি ম্যাচই হবে কৃত্রিম আলোয়। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। দীর্ঘদিন পর কৃত্রিম আলোয় ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৩ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ