বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

ওয়ানডে অভিষেক মিরাজের চোখে ‘সেরা’

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে মেহেদী হাসান মিরাজের অভিষেক। অভিষেকেই ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন বাংলাদেশের এই তরুণ ক্রিকেটার। অভিষেক ম্যাচে ৭ উইকেট, পরের ম্যাচে ১২ উইকেট। ১৯ উইকেট নিয়ে ডানহাতি এই অফ স্পিনার সিরিজ সেরা। পাঁচ মাসের মাথায় মিরাজের মাথায় উঠল ওয়ানডে ক্যাপও। রঙিন পোশাকেও মিরাজ অসাধারণ। ৪৩ রানে নিয়েছেন ২ উইকেট। দুই অভিষেক ম্যাচেই দুর্দান্ত মিরাজ। কিন্তু তার চোখে শনিবার  শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকই ‘সেরা’। রোববার মিরাজ নিজেই ব্যাখ্যা করলেন সে কারণ, ‘টেস্টে অভিষেক হয়েছিল পাঁচ উইকেট নিয়ে। কিন্তু ম্যাচটি আমরা জিতিনি। কিন্তু ওয়ানডেতে অভিষেক ম্যাচ জিতেছি। আমার কাছে মনে হয়, ওয়ানডে অভিষেক অনেক ভালো হয়েছে।’ প্রথম টেস্টে নিজের পঞ্চম ওভারে পেয়েছিলেন উইকেট। ওয়ানতে তৃতীয় ওভারে প্রথম সাফল্য। টি-টোয়েন্টিতে কি তাহলে প্রথম ওভারে? প্রশ্নটা করতেই মিরাজের মুখে একগাল হাসি। বললেন, ‘দোয়া কইরেন যেন সেরকম হয়।’ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক দুর্দান্ত হওয়া এ স্পিনার মনে করেন, টিকে থাকলে হলে বোলিংয়ে আরো উন্নতি করতে হবে। পাশাপাশি ব্যাট হাতেও করতে হবে রান। দুইয়ে মিলিয়ে ভালো করলেই মিরাজ হবেন পরিপূর্ণ। নিজের পরিকল্পনা নিয়ে মিরাজের ভাষ্য, ‘দুই ফরম্যাটে অভিষেক স্বপ্নের মতো হেয়েছে। যে রকম চেয়েছিলাম সেভাবেই হয়েছে। এটা এখন ধরে রাখতে হবে। আন্তর্জাতিক ক্রিকেট অনেক কঠিন। এখানে কিন্তু টিকে থাকতে হলে দিন দিন উন্নতি করতে হবে। কারণ প্রতিপক্ষ সব সময় আমাকে নিয়ে গবেষণা করবে। এক জায়গায় থেমে থাকলে হবে না। অনেক কষ্ট করতে হবে।’ সাদা ও রঙিন পোশাকে মিরাজের যাত্রা দারুণ হয়েছে। তার পদচারণায় বাংলাদেশ ক্রিকেট একধাপ এগিয়ে গেছে। মিরাজ ধারাবাহিকভাবে পারফর্ম করলে ভালো করবে বাংলাদেশ। ক্রিকেটের নতুন পরাশক্তি বাংলাদেশ ততই বিশ্বজয়ের পথে এগিয়ে যাবে। রাইজিংবিডি/ডাম্বলা (শ্রীলঙ্কা)/২৬ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ