বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

ডাম্বুলাতে সিরিজ নিশ্চিত করতে চান মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেকে সামনে রেখে সোমবার রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ মাঠেই মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ। দলপতি মাশরাফি বিন মুর্তজা দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে চান। দুপুর ২টায় অনুশীলন শুরুর আগে মাশরাফি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বলেন, ‘আমাদের চেষ্টা থাকবে আগামীকাল সিরিজ নিশ্চিত করা। আমরা যদি আমাদের সেরাটা খেলতে পারি অবশ্যই আমাদের সেরা সুযোগ থাকবে সিরিজ জেতার। আমাদের পরিকল্পনাগুলো ঠিকঠাক মতো মাঠে প্রয়োগ করতে হবে। প্রথম ম্যাচে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে হবে। আমাদের পুরোপুরি বিশ্বাস আছে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারব।’ সিরিজ নিশ্চিতের পর মাশরাফি হোয়াইটয়াশের চিন্তা করবেন। মাশরাফির দলের পুরো মনোযোগ দ্বিতীয় ওয়ানডের দিকে। আগের দিন মেহেদী হাসান মিরাজও বলেছিলেন সিরিজ জয়ের দিকে পুরো মনোযোগ বাংলাদেশের। উদযাপন সিরিজ নিশ্চিত করেই করতে চায় টিম বাংলাদেশ। শ্রীলঙ্কা দলকে নিয়ে মাশরাফির ভাবনা, ‘শ্রীলঙ্কা অনেক হার্ড এন্ড সোল ট্রাই করবে সিরজে ফিরে আসতে। ওরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। অবশ্যই তারা দ্বিতীয় ওয়ানডেতে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলবে।’ এশিয়ার অন্য দুই বড় দল ভারত, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতলেও এখনো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। মাশরাফির দল সুবর্ণ এ সুযোগকে হাতছাড়া করতে চাইছে না কোনোভাবেই। অধিনায়ক মাশরাফিও মুখিয়ে আছেন সিরিজ জয়ের স্বাদ পেতে। রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৭ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ