বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

বাংলাদেশ তিন বিভাগেই ভালো করছে : জয়াসুরিয়া

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : শনিবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে হারের পর শ্রীলঙ্কা দলের সঙ্গে কোনো কথা না বলেই স্টেডিয়াম ছেড়েছিলেন সনাৎ জয়াসুরিয়া। আজ শ্রীলঙ্কা ক্রিকেট দলের অনুশীলনের আগেই হাজির প্রধান নির্বাচক পদে থাকা প্রাক্তন লঙ্কান এই ওপেনার। সাথে তারই ডেপুটি কালুভিথারানা। রনগিরি ডাম্বুলা স্টেডিয়ামের এ প্রান্ত-ওপ্রান্ত দৌড়াদৌড়ি করছেন দুজন। কখনো ক্রিকেটারদের সাথে কথা বলছেন, কখনো ম্যানেজার গুরুসিংহা আবার কখনো কোচ গ্রাহাম ফোর্ড। অনুশীলনের শুরু থেকে শেষ পর্যন্ত খুব তৎপর ছিলেন তারা। দেখেই মনে হচ্ছিল, বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্ট ও প্রথম ওয়ানডে হারায় বেশ চাপে আছেন প্রাক্তন দুই উদ্বোধনী জুটি। মুখে সেই কথা অবশ্য স্বীকার করেননি জয়াসুরিয়া। কথা বলবেন না বলবেন না করে শেষ পর্যন্ত বাংলাদেশি মিডিয়া এড়িয়ে যেতে পারেননি লঙ্কান প্রধান নির্বাচক। শর্ত একটাই ওয়ানডে সিরিজ নিয়ে কোনো কথা বলা যাবে না। তবুও ঘুরিয়ে পেচিয়ে জিজ্ঞাসা করা, আপনার চোখে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দলের মধ্যে পার্থক্য কোথায়? জয়াসুরিয়ার সোজাসপটা উত্তর, ‘পার্থক্য হচ্ছে আমাদেরকে স্কোরবোর্ডে রান করতে হবে। বাংলাদেশ এটা করতে পারছে। আমরা পারছি না। আমরা যদি স্কোরবোর্ডে রান করতে পারি তাহলে কোনো পার্থক্য থাকবে না। একই সঙ্গে আমাদেরকে বোলিং এবং ফিল্ডিংয়ে ভালো করতে হবে।’ নিজের দল নিয়ে গল টেস্টের সময় জয়াসুরিয়া বলেছিলেন, ‘শ্রীলঙ্কা মাহেলা ও সাঙ্গাকারা যুগের পর পালাবাদলের সময় অতিক্রম করছে।’ আজও একই কথা বললেন তিনি, ‘আমরা এখন পালাবদলের সময় পার করছি। আমরা শেষ সাত-আট মাস আমাদের তরুণ ক্রিকেটারদের বের হয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সিনিয়র ক্রিকেটার অবসরে গেছে। তাই এই মুহূর্তে একটু ওঠা-নামা থাকতেই পারে।’ যাবার আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আবারও প্রশংসা করলেন জীবন্ত এ কিংবদন্তি ক্রিকেটার, ‘বাংলাদেশ তিন বিভাগেই ভালো করছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ইতিবাচক ক্রিকেট খেলছে এবং ইতিবাচক মনোভাব রয়েছে। ব্যাটিংয়ে তাদের অভিজ্ঞ ক্রিকেটার ভালো ব্যাটিং করছে এবং তারা পরিকল্পনা সাজাতে পারছে এবং সেগুলো বাস্তবায়ন করছে। এ কারণে টপ অর্ডারের চার ব্যাটসম্যান রান পাচ্ছে। এটাই মূল চাবিকাঠি। আমাদেরকে এ কাজটাই করতে হবে। প্রতিটি দলই চাইবে তাদের শীর্ষ চারের ব্যাটসম্যান স্কোর করুক।’ রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৭ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ