বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

‘একটা বড় ইনিংস খেলার সময় এসে গেছে’

ইয়াসিন হাসান, ডাম্বুলা থেকে : দীর্ঘদিন ধরেই রান পাচ্ছেন। কিন্তু খেলতে পারছেন না বড় ইনিংস। শ্রীলঙ্কার বিপক্ষে বড় রানের ক্ষুধা মেটাতে চান সাব্বির রহমান। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। সৌম্য সরকার শুরুতে ফিরে যাওয়ায় সাব্বিরকে দ্রুত ব্যাটিংয়ে নামতে হয়। শ্রীলঙ্কার অধিনায়ক উপুল থারাঙ্গা অষ্টম ওভারে থিসারা পেরেরার হাতে বল তুলে দেন। ২২ গজের ক্রিজে কী সুন্দর করেই না ডানহাতি এ পেসারকে স্বাগত জানান সাব্বির। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে তিন বাউন্ডারিতে বিধ্বস্ত করে দেন পেরেরাকে। প্রথমটি এক্সট্রা কভারের ওপর দিয়ে, দ্বিতীয়টি মিড উইকেট দিয়ে ও পরেরটি পয়েন্ট অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠান ডানহাতি ব্যাটসম্যান। সাব্বিরের চোখে-মুখে তখনো বড় রানের ক্ষুধা। খেলছিলেনও ঠিকমতো। ৪৮ বলে ৯ বাউন্ডারিতে তুলে নেন ৫০ রান। কিন্তু এরপর লাকশান সান্দানকে এক বাউন্ডারি মেরে থমকে যান সাব্বির। আশা জাগানিয়া বড় এক ইনিংসের অপঃমৃত্যু হয় ৫৪ রানে। ৩৩ ওয়ানডেতে সাব্বিরের রান ৭৫০। নামের পাশে রয়েছে ৪টি হাফ সেঞ্চুরি। নেই কোনো সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৬৫। শ্রীলঙ্কায় টেস্টে সাব্বিরের রান ৪২ ও ৪১। ওয়ানডেতে করলেন ৫৪। প্রস্তুতি ম্যাচে করেছিলেন ৭২ রান। সব মিলিয়ে রানের মধ্যে থাকলেও সাব্বিরের নামের পাশে নেই বড় স্কোর। তাইত দ্রুত বড় কোনো স্কোর দেখতে চান মারকুটে এ ব্যাটসম্যান। সেটা তিন অঙ্কে নিয়ে যাওয়ার খুব ইচ্ছে তার। সোমবার অনুশীলনে নামার আগে নিজের গ্লাভস, প্যাড ও হেলমেট শুকাতে দেওয়ার সময় সাব্বির রহমান রাইজিংবিডিকে বলেন, ‘বড় রান করতে হবে। অনেক দিন হয়ে গেল বড় ইনিংস হচ্ছে না। একটা বড় ইনিংস খেলার সময় এসে গেছে।’ দ্বিতীয় ম্যাচে সাব্বির আউট হয়েছিলেন আনকোড়া গুনারত্নের বলে। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করেছিলেন ঠিকমতোই। কিন্তু থারাঙ্গা বামদিকে ঝাঁপিয়ে অসাধারণ এক ক্যাচ নেন। সাব্বির মনে করেন ওই সময়ে ওই শটটা খেলা উচিত হয়নি তার। ড্রাইভের পরিবর্তে মিড অনের ওপর দিয়ে মারলে রান পেতেন বলে বিশ্বাস করেন তিনি। বড় ইনিংস খেলার পথে অন্তরায় হিসেবে কাজ করছে এসব ছোটা ছোটো ভুল। ওই ভুলগুলো নিয়ে কাজ করছেন বলে জানালেন সাব্বির, ‘ভুলগুলো শুধতে নিতে কাজ করছি। আশা করি পরের ম্যাচে এই ভুলটা হবে না। ভালো শুরু করতে পারলে ফিনিশ করার চেষ্টা করব।’ দেশে সাব্বির ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলেও বিদেশের মাটিতে সেই আশা পূরণ হয়নি। লঙ্কার মাটিতে এ স্বাদ এবারই পূরণ করতে চান জাতীয় দলের গুরুত্বপূর্ণ এ ক্রিকেটার, ‘আশা করি কালকেই আমরা সিরিজ জিততে পারব। তিন বিভাগে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। সবাই প্রস্তুত নিজেদের সেরাটা উজার করে দিতে।’ রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৭ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ