বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

জিততে হলে গড়তে হবে রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, ডাম্বুলা থেকে : দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩১২ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা। রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রান করে স্বাগতিকরা। দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল মেন্ডিস। সপ্তম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে আজ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। মেন্ডিসের ১০২, উপুল থারাঙ্গার ৬৫ রানে বড় সংগ্রহ পেয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক করেছেন তাসকিন আহমেদ। রনগিরি স্টেডিয়ামে ২৮৯ রানের বেশি তাড়া করে জিতেনি কোনো দল। শ্রীলঙ্কার মাটিতেই এখন পর্যন্ত ৩০০ বা এর বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। আজ বাংলাদেশকে জয় পেতে হলে রেকর্ড গড়তে হবে। ডাম্বুলায় ২০০৯ সালের ৩ আগস্ট পাকিস্তানের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে জয় পায় শ্রীলঙ্কা। এ ছাড়া পরে ব্যাটিং করে এ স্টেডিয়ামে জয় আছে দশ ম্যাচে। একদিক থেকে বাংলাদেশ অবশ্য ইতিবাচক থাকতে পারে। সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশের। সেটাও বিদেশের মাটিতে। ২০১৫ সালের ৫ মার্চ নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩২২ করেছিল বাংলাদেশ। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ৫টি ম্যাচ জিতেছে। এর ৪টিই লক্ষ্য তাড়া করতে নেমে। ২০১৩ সালে আজকের এ দিনেই শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। সেটাও লক্ষ্য তাড়া করতে নেমে, ৩ উইকেটে। আজ সেই দিনটিকে ফিরিয়ে আনতে পারবেন তো তামিম, সৌম্যরা। রাইজিংবিডি/ডাম্বুলা (শ্রীলঙ্কা)/২৮ মার্চ ২০১৭/ইয়াসিন/পরাগ