বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

প্রস্তুত হয়নি তৃতীয় ওয়ানডের উইকেট!

ক্রীড়া প্রতিবেদক, কলম্বো থেকে: সিংহলিজ স্পোর্টস ক্লাবমাঠে শ্রীলঙ্কা ক্রিকেটের হেড কোয়ার্টার। ঐতিহাসিক এ মাঠটির সঙ্গে বাংলাদেশ খুব পরিচিত। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক অধ্যায় জড়িয়ে আছে সিংহলিজের মাঠে। এ মাঠেই ২০০১ সালে সর্বোকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট ইতিহাসের রেকর্ডবুকেরআজও তা শীর্ষে। এ মাঠটিতে আগামী শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। শেষ ম্যাচে শ্রীলঙ্কা জয় পেলে সিরিজ ১-১ এ ড্র হবে। বাংলাদেশ জয় পেলে ২-০ ব্যবধানে সিরিজ জিতবে। এক কথায় সিরিজ নির্ধারণ হবে তৃতীয় ওয়ানডে দিয়ে। শনিবার খেলা হলেও এখনও সিংহলীজ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডের উইকেট তৈরি হয়নি। কোন উইকেটে খেলা হবে সেটা নির্ধারণ হলেও উইকেট শতভাগ প্রস্তুত করে তুলতে পারেনি কর্তৃপক্ষরা।   যেকোনো আন্তর্জাতিক ম্যাচের আগে উইকেট শতভাগ প্রস্তুত থাকতে হয়। উইকেট দেখে রণকৌশল সাজায় অংশগ্রহণকারী দলগুলো। কিন্তু সিংহলিজ মাঠে বৃহস্পতিবার অনুশীলন করতে এসে উইকেটের দেখা পেল না বাংলাদেশ! উইকেট প্রস্তুত হয়নি বলে কিছুটা বিস্মিত হয়েছেন বাংলাদেশের কোচ। তিনি বলেন,‘উইকেট এখনও তৈরি হচ্ছে। কিছুটা অবাক হচ্ছি মাত্র দুদিন খেলার বাকি অথচ উইকেট এখনও ঠিকমত প্রস্তুত করা হয়নি। আগামী দুদিন উইকেট পরিবর্তন হতে পারে।’ উইকেট এখন প্রস্তুত হয়নি বলে শেষ মুহূর্তে নিজেদের পরিকল্পনা সাজাতে হতে পারে বাংলাদেশের। সঠিক কম্বিনেশন ও সেরা একাদশ নির্ধারণ করতে অপেক্ষা করতে হবে ম্যাচের আগ পর্যন্ত। রাইজিংবিডি/কলম্বো (শ্রীলঙ্কা)/৩০ মার্চ ২০১৭/ইয়াসিন/আমিনুল