বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

১০ ওভারেই হেরে গেছি : মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : শ্রীলঙ্কা টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে ৭৬ রান তোলে। রান তোলার গড় ছিল ৭.৬০। এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে ১১ রানেই ৩ উইকেট হারায়। সেখান থেকে সাকিব, সৌম্য, মিরাজরা চেষ্টা করেও আর ম্যাচ বের করতে পারেনি। ফলে ৭০ রানের ব্যবধানে হেরে সিরিজ জয়ের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয় বাংলাদেশকে। ম্যাচ শেষে মাশরাফি স্বীকার করেছেন প্রথম ১০ ওভারেই বাংলাদেশ হেরে গিয়েছে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আপনি ওদের আর আমাদের প্রথম ১০ ওভারের বোলিং দেখেন, আমরা ওখানেই ম্যাচটা হেরে গেছি। ওরা যদি খুব ভালো ব্যাটিং করে তাতে ১০ ওভারে আমি সর্বোচ্চ ১ উইকেটে ৫০ রান হতে পারে মনে করেছিলাম। আমাদের জন্য ভালো হতো যদি ৫০ রানের ভেতরে রাখতে পারতাম। তারপর ৩৭ থেকে ৪৪ ওভারে আমরা খুব ভালো বোলিং করেছি। এই জিনিসটা যদি শুরু থেকে হত, চাপ তৈরি করতে পারতাম, যেটা ওরা করতে পেরেছে। তাহলে ভালো হত। আমরা শুরু থেকে পারিনি আসলে। তারপরও আমরা খুব ভালো রিকভারি করে ফেলেছিলাম। যে কোনো দিন, যে কোনো সময়ে এই উইকেটে ২৮০ রান চেজেবল।’ তিনি আরো বলেন, ‘যদি আমাকে ম্যাচের আগে জিজ্ঞেস করা হতো, ২৬০/২৭০ রানের লক্ষ্য তাড়ার কথা, আমি খুশি মনে রাজি হয়ে যেতাম। বিশেষ করে দ্বিতীয় অংশে যে ধরনের উইকেট পাওয়া যায়। ১১ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো সব সময় কঠিন। তারপরও সাকিব ও সৌম্য বড় ইনিংস খেলার সুযোগ পেয়েছিল। আমার মনে হয়, ১০ ওভার (আসলে ৮) বল করা সাকিব খুব ক্লান্ত ছিল। এরপর আর কোনো জুটি গড়তে পারিনি।’ রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৭/আমিনুল