বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজ-২০১৭

ওয়ালটন ম্যান অব দ্য সিরিজ সৌম্য সরকার

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন সৌম্য সরকার। টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দূর্দান্ত পারফরম্যান্স করেছেন সৌম্য। ব্যাট হাতে দ্যূতি ছড়ানোয় সৌম্য সরকারের হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। পুরস্কার হিসেবে সৌম্য সরকার পেয়েছেন ২ হাজার ডলার। শ্রীলঙ্কা সফরের শুরু থেকেই ব্যাট হাতে রান পাচ্ছিলেন সৌম্য সরকার। গল ও কলম্বো টেস্টে সৌম্যর রান ছিল ১৯৫। তার ইনিংসগুলো ছিল এরকম ৭১, ৫৩, ৬১ ও ১০। টেস্টের পর ওয়ানডেতেও সৌম্য ছিলেন স্বরূপে। প্রথম ম্যাচে ১০ রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে করেন ৩৮ রান।  দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশকে বড় পুঁজি পেতে বড় অবদান রেখেছেন সৌম্য। প্রথম ম্যাচে ২৯ রান করেন ২০ বলে। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার সৌম্যর ব্যাটে লণ্ডভন্ড হয়ে যায় লঙ্কানদের বোলিং আক্রমণ। ১৭ বলে ৩৪ রান করেন বাঁহাতি এ ওপেনার। অফফর্ম কাটিয়ে দারুণভাবে ব্যাক করেছেন সৌম্য সরকার। প্রতি ম্যাচেই দারুণ সূচনা পাচ্ছেন বাঁহাতি এ ব্যাটসম্যান। কিন্তু উইকেটে সেট হয়ে উইকেট উপহার হিসেবে দিয়ে আসছেন প্রতিপক্ষ শিবিরে। একটি বড় ইনিংস এ বাঁধাও টপকে যাবে বলে বিশ্বাস করেন ক্রিকেটবোদ্ধারা। 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৭ এপ্রিল ২০১৭/ইয়াসিন/আমিনুল