সারা বাংলা

ঘরেই বানান কালো জাম

লাইফস্টাইল ডেস্ক : কালো জাম অনেকের কাছেই পছন্দের মিষ্টি। এর রঙ ও স্বাদ দুটোই আকর্ষণ করে অনেককে। ঘরেই তৈরি করা যায় এ ধরণের মিষ্টি। জেনে নিন কিভাবে তৈরি করবেন কালো জাম।যা প্রয়োজন : ছানা-১ কাপময়দা-১/২ কাপমেওয়া-৩/৪ কাপঘি-২ টেবিল চামচখাবার সোডা-১/৪ চা চামচএলাচ গুঁড়ো-১/৪ চা চামচচিনি-২ টেবিল চামচমিল্ক ক্রিম-১/৪ চা চামচজল-২ টেবিল চামচপ্রস্তুত প্রণালী : মেওয়া গুঁড়ো করে চেলে নিয়ে ছানার সঙ্গে মেখে নিন। আলাদা বাটিতে ময়দা ও ঘি মিশিয়ে শুকনো করে মেখে নিন। এবারে ছানা ও ময়দা মাখা একসঙ্গে মিশিয়ে নিন। মাখার মাঝখানে ছোট গর্ত করে পানি ও খাবার সোডা ঢেলে আবার ভাল করে ঠেসে মেখে নিয়ে এলাচ গুঁড়ো ও চিনি মিশিয়ে নিন। এই মাখা থেকে ছোট ছোট বল গড়ে নিন। একদম হালকা আঁচে এই বল গুলো ভেজে নিন।সিরা : রস তৈরি করতে ৩ কাপ পানি মধ্যে ৩ কাপ চিনি দিয়ে একবার ফুটিয়েই নামিয়ে নিন। সিরা ঠান্ডা হলে মিষ্টি দিয়ে আধ ঘণ্টা রেখে রস ঝরিয়ে নিন।

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ এপ্রিল ২০১৫/রাশেদ শাওন