সারা বাংলা

মুছে ফেলুন ঘামের দাগ

মুমতাহিনা হক : 

 

পদ্ধতি ১:বেকিং সোডার ব্যবহার১/৪ মগ পানিতে ৪ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে মিশ্রন তৈরি করুন। এই মিশ্রণটি কাপড়ের ঘামের দাগের অংশে ভালো করে লাগিয়ে নিন এবং একটি পুরোনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। ১ ঘণ্টা এভাবেই কাপড়টি রেখে মিশ্রণটি সেট হতে দিন। এরপর সাধারণ নিয়মে কাপড় ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে ঘামের দাগ একেবারেই থাকবে না কাপড়ে।

 

পদ্ধতি ২:ভিনেগারের ব্যবহারসমপরিমাণ পানি ও ভিনেগার মিশিয়ে মিশ্রন তৈরি করুন। এরপর মিশ্রণটি একটি স্প্রে বোতলে ঢুকিয়ে কাপড়ের ঘামের দাগের ওপর স্প্রে করে নিন। ২০-৩০ মিনিট এভাবেই রেখে দিন। এরপর কাপড় ভালো করে ধুয়ে নিন। এতে কাপড়ের ঘামের দাগ দূর করতে পারবেন বেশ সহজেই।

 

পদ্ধতি ৩:ডিটারজেন্ট পানিখুব ঘাম যাদের হয় তাদের পোশাক কাচার আগে পানিতে কিছুক্ষণ ভিজিয়ে নিন। তারপরে ডিটারজেন্টে ভেজাবেন। দাগ পরা স্থানটি ব্রাশ দিয়ে ঘষুন।

 

পদ্ধতি ৪: লেবুর রসকাপড়ে ঘামের দাগ আঁটকে গেলে সেটা দূর করার আছে একটি সহজ উপায়। ঘামের দাগের অংশটিতে লেবুর রস স্প্রে করুন। এরপর সেটাকে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। ঘামের দাগ উঠে যাবে সহজেই।

 

মনে রাখুন জরুরি কিছু বিষয়

     

রাইজিংবিডি/ঢাকা/২৫ মে ২০১৫/ফিরোজ