সারা বাংলা

ঢাকা বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী ‘আরবান কেওয়াস’

লাইফস্টাইল ডেস্ক : একসময়ের বাগান ও মসজিদের নগর বলে খ্যাত ঢাকা আজ মরতে বসেছে। দূষণ, দখল, মাত্রাতিরিক্ত জনসংখ্যা, অব্যবস্থাপনা, অদক্ষতা ও দুর্নীতির কারণে প্রায় ৪শ বছরের পুরনো এই শহর ইতোমধ্যে বসবাসের অযোগ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুমূর্ষু ঢাকা কেমন আছে? মৃতপ্রায় ঢাকাকে আলোকচিত্রিক দৃষ্টিতে দেখার প্রয়াস ‘আরবান কেওয়াস’।আগামী ৩১ জুলাই ২০১৫ (শুক্রবার) থেকে রাজধানীর গ্যালারি চিত্রকে  শুরু হতে যাচ্ছে আরবান কেওয়াস  শীর্ষক ৫ দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। ফটোফি একাডেমি অব ফাইন-আর্ট ফটোগ্রাফি এবং শেলটেক (প্রাঃ) লিমিটেড আয়োজিত এই ব্যতিক্রমধর্মী আলোকচিত্র প্রদর্শনীতে মোট ৩০ জন আলোকচিত্রীর মোট ৬৫টি ঢাকা মহানগর কেন্দ্রিক আলোকচিত্র স্থান পাচ্ছে। ৩১ জুলাই (শুক্রবার) বিকেল ৫টায় ধানমন্ডির (সড়ক নং ৬, বাড়ি নং ৪) গ্যালারি চিত্রকে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট নগর ও শিক্ষাবিদ অধ্যাপক নজরুল ইসলাম। উদ্বোধনী দিনে আরো উপস্থিত থাকবেন শেলটেক (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও নগর-পরিকল্পনাবিদ ড. তৌফিক এম সেরাজ, আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন আলোকচিত্রী এবং প্রদর্শনীর প্রধান বিচারক আবীর আবদুল্লাহ ।প্রদর্শনী উদ্বোধনের পর আলোকচিত্র-প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। প্রথম পুরস্কার বিজয়ী পাচ্ছেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে ৩০ হাজার এবং ২০ হাজার টাকা।প্রদর্শনী শেষে প্রদর্শিত ছবিগুলো নিয়ে প্রকাশিত হবে একটি ফটোবুক।রাইজিংবিডি/ঢাকা/২৭ জুলাই ২০১৫/মারুফ