সারা বাংলা

ফ্যাশনের জন্য সাতটি প্রয়োজনীয় টিপস

তাসনিম পৃথ্বী : খুব প্রয়োজনীয় সাতটি টিপস জেনে নিন, যেগুলো জানা থাকলে কাজে লাগাতে পারবেন প্রয়োজনের সময়।

 

* জিন্স পরলেই ঘামে চটচটে হয়ে গন্ধ হয়ে যায়। খুবই স্বাভাবিক। আবার জিন্স ধোয়াও হয় না রোজ রোজ। তাই একে ফ্রিজে রেখে দিন। দেখবেন গন্ধ কমে যাবে আর চটচটে ভাবও।

 

* জামা কাপড়ে তেল পরে গেছে? তেলের দাগ তোলার সময় না থাকলে বেবি পাউডার দিয়ে সারা রাত রেখে দিন। দেখবেন সকাল বেলা তেলের দাগ আর খুঁজে পাবেন না।

 

* স্নিকারস পুরানো হয়ে গেছে? নতুন চকচকে করে তুলতে চান? বেশি কিছু না আপনার লাগবে বেকিং সোডা, ডিটারজেন্ট এবং টুথ ব্রাশ। দেখবেন চকচক করবে একদম নতুনের মত।

 

* নতুন জুতা পরার পর পায়ে ফোস্কা পরে যায়? বা ব্যথা অনুভুত হয়?এক কাজ করুন, জুতা একটু টেনে পানির একটা ব্যাগ ভেতরে রেখে দিন আর সারা রাত ফ্রিজে রেখে দিন।

 

* আপনার জিন্সের ফেড লুক ভালোই লাগে তবে যদি না চান আর ফেড হোক, তাহলে প্রতিবার ধোয়ার সময় মিশিয়ে দিন একটু ভিনেগার। ব্যস দেখবেন যেমন আছে তেমনই থাকবে।

 

* ঘামে ভিজে যাওয়া শার্টে সহজেই সেই ঘামের দাগ স্থায়ী হয়ে যায়। তাই ধোয়ার সময় ব্যবহার করুন লেবুর রস। দাগের জায়গায় ছিটিয়ে দিন। দাগ আর থাকবে না।

 

* ফাউন্ডেশন বা লিপস্টিকের দাগ কাপড়ে লেপ্টে গেছে? একটু শেভিং ফোম লাগিয়ে নিন আর গায়েব করে দিন দাগগুলো!

     

রাইজিংবিডি/ঢাকা/১ সেপ্টেম্বর ২০১৫/ফিরোজ/রাশেদ শাওন