সারা বাংলা

দেশের প্রথম প্রাইস-শপ ‘দিয়াবাজার ডটকম’

লাইফস্টাইল প্রতিবেদক : বাংলাদেশে প্রাইস শপ ধারণা দিয়ে যাত্রা শুরু করল ই-কমার্স সাইট দিয়াবাজার ডটকম (http://diabazar.com)। ইতোমধ্যে বাংলাদেশে বেশকিছু ই-কমার্স সাইট আত্মপ্রকাশ করলেও প্রাইস শপের ধারণা এবারই প্রথম।

 

প্রাইস শপ বলতে বোঝায় মূলত পাইকারী মূল্যে খুচরা পণ্য। স্বল্পমূল্যেই সকল পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেয়াই তাদের লক্ষ্য বলে জানালেন সাইটের প্রধান নির্বাহী আবুল কাশেম।

 

তিনি বলেন, ‘বাংলাদেশে আমরাই প্রথম প্রাইস শপ নিয়ে কাজ করছি। উন্নত বিশ্বে এর বহুল ব্যবহার থাকলেও বাংলাদেশে এটা একদমই নতুন। ক্রেতাদেরকে সর্বনিম্ন মূল্যে পণ্য পৌঁছে দেয়াই আমাদের লক্ষ্য।’ বাংলাদেশের মতো দেশে এই উদ্যোগ খুবই সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সাইটটিতে গৃহস্থালী সামগ্রী, ইলেক্ট্রনিক্স পণ্য, বিউটি প্রোডাক্ট, লেডিজ ব্যাগ, শাড়ি, কম্পিউটার যন্ত্রাংশ থেকে শুরু করে মোবাইলসহ সবকিছুই পাওয়া যাবে। বিস্তারিত জানতে ভিজিট: http://diabazar.com

     

রাইজিংবিডি/ঢাকা/৩ সেপ্টেম্বর ২০১৫/ফিরোজ