সারা বাংলা

৩০ ধরনের বান্ধবী!

লাইফস্টাইল ডেস্ক : কথায় বলে, মেয়েদের মন বোঝা দায়। তার ওপর বান্ধবীদের নাকি রকমেও হেরফের প্রচুর। জেনে নিন ৩০ ধরনের বান্ধবী।

 

১. চেহারা দোহারা, কিন্তু সবসময় মারমুখী হাবভাব। কোনো তর্ক-বিতর্কে হাতা গুটিয়ে রেডি!

 

২. যিনি ফেসবুকে সারাক্ষণ ট্যাগ করতে থাকেন সবাইকে। অনেকে তাতে অসন্তুষ্ট হয়। কিন্তু সেসব না ভালোলাগাকে পাত্তাই দেন না এই বান্ধবী।

 

৩. দিনে অগুনতিবার সেলফি তোলেন বিভিন্ন পোজ়ে। পোস্ট করেন সোশাল নেটওয়ার্কিং সাইটে।

 

৪. সবাইকে মনে করেন বোকা ও ক্যাবলা। বিশেষ করে পুরুষদের।

 

৫. পৃথিবীর সবকিছু নিয়ে যিনি বকবক করেই চলেন, করেই চলেন। কেউ শুনুক ছাই না শুনুক!

 

৬. বেশি বয়সি পুরুষের প্রেমে পড়া যার ধর্ম।

 

৭. ডায়েটে আছি বলেও যিনি সব ধরনের খাবার খান পেট ভরে।

 

৮. আরেক টাইপ হল, যিনি দিন দিন ফুলছেন, কিন্তু খাওয়াদাওয়া কমাতেই চাইছেন না।

 

৯. যিনি সবার সব কথা সহজেই বিশ্বাস করে নেন। খুবই সরল প্রকৃতির তিনি!

 

১০. পোষ্য পছন্দ যার অতিমাত্রায়।

 

১১. সুযোগ পেলেই পুরুষকে ছোঁয়ার চেষ্টা করেন। একটু গায়ে পড়া টাইপ।

 

১২. কারণে, অকারণে লম্ফঝম্প করেন যিনি।

 

১৩. কথায় কথায় কাঁদাই যার স্বভাব।

 

১৪. এক কথায় যিনি টমবয়। পাড়ার ছেলেরা তার বন্ধু, মেয়েরা সব ন্যাকা।

 

১৫. অতি নাটকীয় চলনবলন যার।

 

১৬. কোনো পরিস্থিতেই যার মুখে কোনো এক্সপ্রেশন থাকে না।

 

১৭. এত এক্সপ্রেশন, যে বাকিরা তাকে সামলাতেই পারে না।

 

১৮. যার হাসি দেখে হাসি পায়।

 

১৯. যার হাসি দেখে ভয় লাগে।

 

২০. ফেসবুকে যার ছবিতে লাইক, কমেন্ট করতেই হবে, এমনই দাবি যে বান্ধবীর।

 

২১. যিনি সব জায়গায় ঘটকালি করে বেড়ান।

 

২২. PNPC করাই যার স্বভাব।

 

২৩. ফুলের ঘায়ে মূর্ছা যাই টাইপ বান্ধবী। একটুও আঘাত সহ্য করতে পারেন না যিনি।

 

২৪. পালোয়ান বান্ধবী। মারপিটে পুরুষকে কাবু করার হিম্মত আছে যার। এমন এক বান্ধবী থাকা মানে পথেঘাটে নো বিপদ।

 

২৫. মুখের ওপর উচিত কথা বলে সবার চক্ষুশূল হয় এই বান্ধবী। আন্দোলন টাইপস্।

 

২৬. এমন বান্ধবী যিনি কিনা শপিং ছাড়া কিছুই বোঝেন না। ১০০টা জুতো, ৫০টা ব্যাগ যার জিম্মায়।

 

২৭. যার সব কিছুতে এলার্জি। গোলাপের গন্ধ থেকে ফুচকার টকজল, সবেতেই।

 

২৮. যিনি জীবনেও গাড়ি ছাড়া কোনো কিছুতে ওঠেননি। রিকশা, বাস, মেট্রো, লোকাল ট্রেন যার কাছে অসম্ভব ব্যাপার।

 

২৯. প্রত্যেক ৬ মাস অন্তর যিনি ফোন হারিয়ে ফেলেন।

 

৩০. সবকিছুতে অবাক হওয়াই যার স্বভাব।

 

তথ্যসূত্র: ইন্টারনেট

   

রাইজিংবিডি/ঢাকা/১২ অক্টোবর ২০১৫/ফিরোজ