সারা বাংলা

স্যুট পরার ২০ নিয়ম

মনিরুল হক ফিরোজ : কর্পোরেট পোশাক হিসেবে স্যুট এর বেশ চাহিদা রয়েছে। তাছাড়া এখন বিভিন্ন অনুষ্ঠানে অভিজাত পোশাক হিসেব কিংবা তরুণদের কাছে ফ্যাশনেও স্যুট অনেকেই বেছে নিচ্ছেন। আর বর্তমান সময়টা যেহেতু শীতকাল, তাই কর্পোরেট পোশাক হিসেবে এখন সবচেয়ে বেশি চলছে স্যুট। তবে স্যুট যদি সঠিকভাবে ফিটিং না হয়ে থাকে, তাহলে সেটা আপনার ব্যক্তিত্বে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্যুটের এরকম আরো নানা বিষয় রয়েছে। জেনে নিন পরিপূর্ণ কর্পোরেট লুক আনতে স্যুটের পরার কিছু নিয়ম।   * স্যুটের পরলে হাতে স্পোর্টস ঘড়ি পরবেন না। এতে স্টাইল হারাবে। * যখন বসবেন তখন স্যুটের সবগুলো বোতাম খোলা রাখুন।

 

* স্যুট সঠিক মাপে ফিটিং না হলে ভালো দেখায় না। তাই স্যুটের কাধের অংশটি আপনার কাধের সঙ্গে আটসাট ভাবে ফিট হয়েছে কিনা, সে দিকে লক্ষ্য করুন। * স্যুটের পারফেক্ট ফিটিং বুঝতে আপনার বুকের দিক দিয়ে স্যুটের মধ্যে হাত ঢুকিয়ে দেখুন।   * স্যুটের সঙ্গে মানানসই রঙের জুতো পরুন। রঙের ক্ষেত্রে সামান্য ম্যাচ হলেও ক্ষতি নেই, তবে খুব বেশি উজ্জ্বল রঙের জুতো এড়ানো উচিত। * স্যুটের ওপর ওভার কোট দিবে আরো বেশি কর্পোরেট লুক।   * উজ্জ্বল রঙের স্যুটের সঙ্গে গাঢ় রঙের টাই দেবে আরো বেশি উজ্জ্বল লুক। * শার্টের হাতা যেন খুব বেশি বড় না হয়। কব্জি পর্যন্তই থাকে। * খুব বেশি কর্পোরেট লুকের জন্য ডাবল বোতাম ডিজাইনের স্যুট পরতে পাড়েন।

 

* গাঢ় কালারের স্যুটের সঙ্গে পকেটে রুমাল যোগ করলে অনেক বেশি দর্শণীয় দেখাবে।

   

রাইজিংবিডি/ঢাকা/৩১ জানুয়ারি ২০১৬/ফিরোজ