সারা বাংলা

উখিয়ায় পিকআপ ছিটকে বসতিতে, নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘ইয়াবা বহনকারী’ একটি পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বসতিতে ঢুকে পড়ে। এতে তিনজন নিহত হয়েছেন।

 

শনিবার সকাল ১০ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জিয়া উদ্দিন (২৫)। তিনি জালিয়াপালং ইউপির প্রাক্তন সদস্য ও মনখালী এলাকার সিদ্দিক আহমদের ছেলে। অপর দুইজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি। এদের মধ্যে একজন নারী রয়েছেন।

 

পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপ থেকে ১৩০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে।

 

পুলিশের ধারণা, ‘ইয়াবা ছিনতাইকারী’ একটি দল মোটরসাইকেলে পিকআপকে ধাওয়া দিলে এ ঘটনা ঘটে।

 

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)আবুল খায়ের স্থানীয়দের বরাত দিয়ে বলেন, টেকনাফ থেকে আসা একটি পিকআপ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। পিকআপটি ছোট ইনানী এলাকায় পৌঁছলে পেছন থেকে মোটরসাইকেল আরোহী দুই যুবক ধাওয়া দেয়।

 

তিনি বলেন, পিকআপটি দ্রুতবেগে আসার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে পিকআপে থাকা তিনজন নিহত হয়। পরে পুলিশ দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপে তল্লাশি চালিয়ে ১৩০০ ইয়াবা বড়ি উদ্ধার করে।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

   

রাইজিংবিডি/কক্সবাজার/১০ সেপ্টেম্বর ২০১৬/সুজাউদ্দিন রুবেল/রুহুল