সারা বাংলা

মেঘনায় ডাকাতের গুলিতে জেলে নিহত

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরা উপজেলার চর জমিরশাহ এলাকায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে কামাল নামে এক জেলে নিহত হয়েছেন।

 

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  রুবেল, নয়ন, জুয়েল, সাইফুল, হোসেন ও মহিউদ্দিন নামে ৬ জেলে গুলিবিদ্ধ হয়েছেন।  

 

এছাড়া ইউসুফ, ইউনুছ, নূরে আলম, রহমান, রুহুল আমিন নামে ৫ জেলেকে অপহরণ করেছে ডাকাতরা।

 

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জল হোসেন বলেন,‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

     

রাইজিংবিডি/ভোলা/ ১ অক্টোবর ২০১৬/ফয়সল বিন ইসলাম নয়ন/উজ্জল