সারা বাংলা

প্রধানমন্ত্রী বরাবর খাদিজার সহপাঠিদের স্মারকলিপি, বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে আহত করার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছেন খাদিজার সহপাঠিরা।

 

বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তারা স্মারকলিপি প্রদান করেন। এর আগে তারা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

 

জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. আমিনুর রহমান স্মারকলিপি গ্রহণ করে তা প্রধানমন্ত্রী বরাবর পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

এর আগে তারা খাদিজার ওপর হামলাকারী বদরুল আলমের  দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে ক্যাম্পাসে মিছিল করে। মিছিলটি নগরীর চৌহাট্টা থেকে জিন্দাবাজার পয়েন্ট দিয়ে বন্দরবাজারস্থ জেলা প্রশাসকের কার্যালয়ে যায়।

স্মারকলিপিতে বদরুল আলমের সর্বোচ্চ শাস্তি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি জানানো হয়েছে।

 

প্রসঙ্গত, সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা সোমবার বিকেলে সিলেট এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে ফেরার পথে বদরুল তাকে কুপিয়ে গুরুতর আহত করেন। খাদিজা বর্তমানে ঢাকার স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন।

 

এদিকে খাদিজার ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পিটুনি দেয়।

 

খবর পেয়ে শিক্ষার্থীদের হাত থেকে বদরুলকে নিজেদের জিম্মায় নেয় পুলিশ। এদিকে বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বদরুল আলম।

   

রাইজিংবিডি/সিলেট/৬ অক্টোবর ২০১৬/কামাল/উজ্জল