সারা বাংলা

গোবিন্দগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

রোববার বিকেলে উপজেলার শালমারা ইউনিয়নের হিয়াতপুর এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় হিয়াতপুর ও জীবনগাড়ি  দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত হয়। আগামী ৩১ অক্টোবর দুটি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দুপুরে হিয়াতপুর এলাকায় নির্বাচনী সভা করছিল স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আমির হোসেন শামীমের কর্মী-সমর্থকরা।

 

এ সময় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহানা আকতারের কর্মী-সমর্থকদের সঙ্গে বাক-বিতন্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু  হয়।  এতে অনন্ত ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে হিয়াতপুর এলাকার কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের ঘটনাও ঘটে।

 

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

   

রাইজিংবিডি/গাইবান্ধা/২৩ অক্টোবর ২০১৬/মোমেনুর রশিদ সাগর/রিশিত