সারা বাংলা

শিশু ধর্ষক সাইফুল ৭ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরের পার্বতীপুরে শিশু ধর্ষণকারী সাইফুল ইসলামের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

 

বৃহস্পতিবার দুপুরে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কৃষ্ণ কমল এই রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার তদন্তকারী কর্মকতা এসআই স্বপন কুমার রায় আদালতে আসামি সাইফুলের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

 

গত ১৮ অক্টোবর পার্বতীপুর উপজেলার সিঙ্গীমারী জমিরহাট গ্রামের ওই শিশু বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সন্ধান না পেয়ে ওইদিন রাতে তার বাবা পার্বতীপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরদিন ভোরে বাড়ির পাশে একটি হলুদখেত থেকে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়।

 

শিশুটির চিকিৎসার জন্য আট সদস্যের বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

 

গত ২০ অক্টোবর রাতে শিশুটির বাবা একই গ্রামের জহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪২) ও আফজাল হোসেন কবিরাজকে (৪৮) আসামি করে পার্বতীপুর মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলা দায়েরের পরপরই সাইফুলকে পুলিশ গ্রেপ্তার করে।

 

রাইজিংবিডি/রংপুর/২৭ অক্টোবর ২০১৬/নজরুল মৃধা/মুশফিক