সারা বাংলা

বিশেষ গোষ্ঠির স্বার্থ রক্ষায় নাসিরনগরে হামলা : রব

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : বিশেষ একটি গোষ্ঠির স্বার্থ রক্ষার জন্যই নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়ি-ঘরে হামলা করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ.স.ম আব্দুর রব।

 

মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় গৌর মন্দিরে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

 

আ.স.ম আব্দুর রব বলেন,  আগামী ৭ দিনের মধ্যে এ ঘটনার নেপথ্যের নায়কদের গ্রেপ্তার না করা হলে তাদেরকে বাংলার মাটিতে ঘেরাও করে গণআদালতে বিচার করা হবে।

 

প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, যদি প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা না হয়, পরবর্তী সময়ে কোনো ঘটনা ঘটলে এর দায় সরকারকেই নিতে হবে।

 

এর আগে তার নেতত্বে জেএসডির ৪০ সদস্যের প্রতিনিধি দল ওই এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির ও বাড়ি-ঘর পরিদর্শন করেন।

 

এ সময় জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সহসভাপতি তানিয়া ফেরদৌসি, অধ্যাপক মুজিবুর রহমান, কেন্দ্রীয় নেতা মিন্টু ভৌমিক, তৈয়মুর রেজা সাগর, আবদুর রাজ্জাক, গোলাম রব্বানী, সাহিদ সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/ব্রাহ্মণবাড়িয়া/১৫ নভেম্বর ২০১৬/সমীর চক্রবর্তী/রিশিত