ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে সাজু হোসেন (৭) নামে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রামপুর গ্রামের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাজু রামপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজহার আলী শেখ বলেন, ‘মঙ্গলবার সকালে বাড়ির পাশে খেলা করার সময় সাজু নিখোঁজ হয়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে থানায় খবর দেয়। বুধবার দুপুরে ওই গ্রামের একটি বাগানে সাজুর লাশ দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।’
তিনি আরো বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার কারণ জানা যাবে। সাজুর মুখের পাশে আঘাতের চিহ্ন রয়েছে।
রাইজিংবিডি/ঝিনাইদহ/১৬ নভেম্বর ২০১৬/রাজীব হাসান/কেয়া/উজ্জল